23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘ত্বকের যত্ন নিন’, কীভাবে নেবেন? আপনাকে সাহায্য করবে এই প্রতিবেদন

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- চন্দ্রবিন্দু বলেছে, ‘ত্বকের যত্ন নিন’। তাই না নিয়ে আর উপায় কি? আর সামনেই পুজো। এর মধ্যেই আমাদের তৈলাক্ত ত্বকের জন্য নেওয়া তো অবশ্যিক তাই না? না হলে উজ্জ্বল ঝলমলে ত্বক পাবেন কি করে। আমরা অনেকেই তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগি। সঙ্গে থাকে ব্রণ, ব়্যাশ, ফুসকুড়ি, ব্ল্যাকহেডসের মত সমস্যা। তাই এই ধরনের ত্বকে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। সবার আগে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করা জরুরি। এর জন্য মুখ ঠিকঠাক পরিষ্কার রাখা খুবই প্রয়োজনীয়। তার জন্য সঠিক ফেস ক্লিনজার বেছে নিতে হবে।

    আর অনেকেই নিজের তৈলাক্ত ত্বক পরিষ্কার করতে বাজার চলতি নামি দামী সামগ্রী ব্যবহার করেন। কিন্তু আবার অনেকেই বাজারের কেমিক্যাল সমৃদ্ধ প্রোডাক্ট ব্যবহার করতে চাননা। আর তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আপনাকে আমরা খোঁজ দেবে কয়েকটি সহজ ঘরোয়া জিনিসের, যা থেকে আপনার ত্বকের অতিরিক্ত তেল দূর হবে। চলুন জেনে নিই সেগুলো কী?

    বেসন– এটি এমন একটি উপাদান যা গৃহস্থের রান্না ঘরে সব সময়েই প্রায় পাওয়া যায়। আর জানেন কি, এই সব সময় পাওয়া যাওয়া এই উপাদানটি একটি দারুন ক্লিনজার। যা ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতেও বেশ সক্ষম। বেসন একটি ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে নরম করে তুলতে সাহায্য করে। এর ব্লিচিং এবং এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র ত্বককে উজ্জ্বল করে না বরং মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে সহায়তা করে।

    এবার ভাবছেন তো কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন – প্রথমে একটি পাত্রে এক চামচের মতো বেসন নেবেন। তার মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। এতে আপনার ত্বক হবে ঝলমলে। সঙ্গে নেবেন এক চামচ কফি। পুজোর আগে সান ট্যান দূর করতে হবে তো‌ নাকি? এরপর পুরো মিশ্রনটা মিশিয়ে নিন।

    মিশ্রনটি ব্যবহারের আগে মুখটি ভালো করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর আপনার গোটা মুখে ওই মিশ্রনটি লাগিয়ে নিন। যেরকমভাবে ফেসওয়াশ করেন সেই ভাবে মুখে আস্তে আস্তে স্ক্রাব করুন। ভালো করে স্ক্রাব করা হয়ে গেলে প্রায় দশ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেক তেলমুক্ত হয়ে গেছে।

    মুলতানি মাটি– ত্বক ওয়েল ফ্রি করতে মুলতানি মাটির জুরি মেলা ভার। মুলতানি মাটি ত্বকের উপরিতলে জমে থাকা তেল, ময়লা, জীবাণু সবকিছু পরিষ্কার করে দেয়। মুলতানি মাটি ব্যবহারের পর তৈলাক্ত ত্বকে আর চিটচিটে ভাব থাকে না। কারণ এতে আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট। এছাড়াও এটি ত্বকের অন্দরের প্রদাহ কমাতে সাহায্য করে।

    এবার কীভাবে লাগাবেন মুলতানি মাটি জেনে নিন – একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিন। তার সঙ্গে এলোভেরা জেল এবং গোলাপজল মেশান। এই তিনটি উপাদান ভালো করে মিক্স করে নেব। এরপর মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে এটি মুখে লাগিয়ে নিয়ে ফেস ম্যাসাজ করুন। এরপর ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। তবে যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের একবার ডাক্তারের পরামর্শ নেওয়াই উচিত।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img