নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। গত ৯ আগস্ট হস্টেলের ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় এক পড়ুয়ার। এই গ্রেফতার হয়েছে প্রাক্তনী সহ মোট ১৩ জন। ইতিমধ্যেই র্যাগিং তত্ত্ব সামনে এসেছে। এবার এই বিষয়ে সহমত পোষণ করল মানবাধিকার কমিশন। র্যাগিংয়েই মৃত্যু হয়েছে ওই ছাত্রের, এমনটাই উল্লেখ করা হল মানবাধিকার কমিশনের রিপোর্টে।
সূত্রের খবর , ছাত্র মৃত্যুর ঘটনা সম্পর্কিত রিপোর্ট ইতিমধ্যেই চেয়ারম্যানের কাছে জমা করেছে মানবাধিকার কমিশনের কমিটি। আর সেই রিপোর্টে পড়ুয়ার মৃত্যুর কারন হিসেবে র্যাগিং তত্ত্বকেই দায়ী করেছে মানবাধিকার কমিশন। তারা ইতিমধ্যেই এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হস্টেল সুপার ও হস্টেল আবাসিক সহ আরও অনেকের সাথে কথা বলেছে। এমনকি বিশ্ববিদ্যালয় পরিদর্শনেও আসে তারা। সব মিলিয়ে তোড়জোড় ভাবেই তদন্তে নেমেছিল মানবাধিকার কমিশন। এবার সেই রিপোর্টই সামনে এল।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চেয়ে রিপোর্ট তলব করেছিল মানবাধিকার কমিশন। সেই রিপোর্ট বিশ্ববিদ্যালয় গত বুধবার জমা করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ৩০টিরও বেশি ফাইল পাঠানো হয় কমিশনের কাছে। পাশাপাশি বয়ানও শোনা হয়েছে সাক্ষীদের। আর সেই বয়ানে মৃত্যুর কারণ হিসেবে র্যাগিংয়ের কথাই বলা হয়েছে।
উল্লেখ্য , গত ৯ ই আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ব্যালকনি থেকে পড়ে যায় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। পরে হাসপাতালে নিয়ে যাওয়া সেই ভোরেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই হস্টেল সুপার ও ডিন অফ স্টুডেন্টকে জেরা করেছে পুলিশ। জেরা করেছে একাধিক প্রাক্তনীসহ হস্টেল আবাসিকদের। গ্রেফতার হয়েছে মোট ১৩ জন।