23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আমি এখনো মরিনি , বেঁচে আছি , কবর থেকে ফিরে এসে বিস্ফোরক বার্তা প্রিগোজিনের

    নিজস্ব প্রতিনিধি , মস্কো – এ যেন সত্যিই মিরাকেল। সরকার যেখানে ঘোষণা করেছেন তার মৃত্যুর কথা , সেখানে জলজ্যান্ত অবস্থায় দুনিয়ার বুকে ফিরে এসে বার্তাও দিলেন,’আমি এখনো জ্যান্ত , মরিনি’। তিনি আর কেউ নন , পুতিনের বিশ্বস্ত ছায়া সঙ্গী ইয়েভগেনি প্রিগোজিন। তবে এদিনের পর বিশেষজ্ঞদের অনুমান , এটা কোনো সাধারণ ঘটনা নয় , এরমূলে আছে পুতিনই। কারণ বর্তমানে গোটা বিশ্বের রাজনীতিতে অন্যতম শক্তিশালী নেতা তিনি। আর পুতিন কখন কি করবে তা একমাত্র তিনিই জানেন।

    সূত্রের খবির , গত বুধবার একটি বিমান দুর্ঘটনা হয় রাশিয়ায়। এই বিমান দুর্ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একসময়ের ছায়াসঙ্গী তথা রাশিয়ার ভাড়াটে সৈন্য বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল খোদ রাশিয়া। কিন্তু বৃহস্পতিবার অচিমকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে ‘মৃত’ প্রিগোজিন বলছেন, ‘আমি এখনো মরিনি , বেঁচে আছি’। প্রকাশ্যে আসতেই ঝড়ের বেগে এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছে।

    এদিন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , একটি গাড়িতে করে যাচ্ছেন ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলছেন, ‘যারা আলোচনা করছেন, আমি জীবিত না মৃত, কেমন আছি, কী করছি? তাদের বলে রাখি, আমি বেঁচে আছি। সুস্থ ও সম্পূর্ণ নিরাপদে রয়েছি। এখন আমি আফ্রিকায় রয়েছি’।

    প্রসঙ্গত , গত কিছুদিন আগে মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ গামী বিমানে করে আফ্রিকার উদ্যেশ্যে রওনা দিয়েছিলেন প্রিগোজিন। এরপর অচিমকা মস্কো থেকে ১০০ কিলোমিটার উত্তরে রাশিয়ার টিভের এলাকায় ভেঙে পরে বিমানটি। এই বিমানের মধ্যে ছিলেন তিন জন পাইলট ও ৭ জন যাত্রী। সেই যাত্রীদের মধ্যেই ছিলেন প্রিগোজিন এবং ওয়াগনার বাহিনীর পরিচালক দিমিত্রি উটকিনও। এরপরই উদ্ধারকাজ চলার পর প্রিগোজিনির মৃত্যুর খবর ঘোষণা করেছিল রাশিয়া।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img