নিজস্ব প্রতিনিধি, নদীয়া- বাঙালিরা সারা বছরই দূর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকে। আর কিছু দিনের মধ্যেই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালি মেতে উঠবে তাদের প্রিয় উৎসবে। আর তার জন্য প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। মন্ডপ তৈরির কাজ চলছে। প্রতিমা শিল্পীরা তাদের হাতে গতি বাড়িয়ে ফেলেছে। এমনই একটি চিত্র ধরা পড়ল নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চকের পাড়ায়। এই পাড়া থেকেই প্রতিমা যাবে ভিনরাজ্যে।
চকের পাড়ার বাসিন্দা তন্ময় মোদক পেশায় প্রতিমা শিল্পী। তাদের হাতের কাজের যাদুতে মুগ্ধ হন সকলে। এবার তার এই কাজ পৌঁছে যাবে ভিনরাজ্যে। দীর্ঘ দু-তিন বছর করোনা আবহের জেরে ভাটা পড়েছিলো মূর্তি শিল্পতে। আর তার কারনেই এককথায় ক্ষতির মুখে পড়েছিলো শিল্পীরাও। সেই ক্ষতি সামাল দিয়ে এই বছর কিছুটা হলেও বাড়তি রোজগারের আশায় বুক বাধছেন সাজ শিল্পীরা। এই অবস্থায় সুখবর এলো। তন্ময় মোদকের কারখানায় তৈরি দূর্গা প্রতিমা যাবে ত্রিপুরা, আসাম ও উত্তরপ্রদেশে। এই খবরে খু্শি তন্ময় মোদক সহ তার কারখানায় কর্মরত শিল্পীরা।
এই বিষয়ে তন্ময় মোদক জানান, “দুর্গোৎসব উপলক্ষে এই বছর আমাদের কারখানায় তৈরি প্রতিমা কলকাতার কুমারটুলি ছাড়াও ত্রিপুরা, আসাম ও উত্তরপ্রদেশে পাড়ি দেবে। দেবী প্রতিমার এই সাজ তৈরি হয় মূলত তার দিয়ে। চলতি বছরে ভিন রাজ্য থেকে অধিকসংখ্যক বায়না থাকার কারণে এই মুহূর্তে তার কারখানায় দিনরাত পরিশ্রম করে দেবীর সাজ তৈরি করে চলেছেন ৬ জন কারিগর। করোনা কাল কাটিয়ে এতো কাজের বায়না পেয়ে আমরা খুব খুশি।”