নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বলিউডে কোথাও বিতর্ক শোনা গেলে সবার প্রথমে নাম উঠে আসে রাখি সাওয়ান্তের। দ্বিতীয়বার বিয়ে ভাঙার পর নানা বিতর্ক হয়েছিল রাখিকে নিয়ে। কয়েকদিন আগেই প্রাক্তন স্বামীর বিরুদ্ধে এক ভয়ানক অভিযোগ আনেন রাখি। প্রাক্তন স্বামী আদিলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে রাখি জানিয়েছিলেন,” মধুচন্দ্রিমায় গিয়ে আমার নগ্ন ভিডিয়ো শ্যুট করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছে আদিল। মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছি”। এরপরই অন্য এক রূপে দেখা মিলল রাখির।
আদিল দুরানি খানকে বিয়ে করার পর মুসলিম হয়েছিলেন রাখি। রাখি থেকে ফাতিমা নাম রেখেছিলেন। সম্প্রতি মক্কা-মদিনা থেকে ঘুরে দেশে ফিরেছেন তিনি। তারইমাঝে মুম্বই এয়ারপোর্টে রাখি সাফ জানিয়ে দিলেন,”রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন”।
এক অনুষ্ঠানে লাল বরখা এবং হিজাবে উপস্থিত হন রাখি। সেই অনুষ্ঠানে পুরস্কৃত হন তিনি। বাড়ি ফেরার পথে হঠাৎই সাংবাদিকদের নানা প্রশ্নে চটে যান রাখি। তিনি চিৎকার করে বলেন,” আমি পবিত্র , আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন”।
আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বন্যা হয় নানা কমেন্টের। একজন লিখলেন, ” বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা”। ওপর আরেকজন লিখলেন,” এই মহিলার নাটকের শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী”।