নিজস্ব প্রতিনিধি , কলকাতা – তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে আজ ধর্মতলার মেয়ো রোডে আয়োজিত হয়েছে বিশাল ছাত্র সমাবেশ। এই সমাবেশের প্রধান বক্তা মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। আর এদিন মঞ্চে উঠেই রাজ্যের বিরোধীদলের দিকে একেরপর এক বাক্যবাণ ছুঁড়লেন অভিষেক বন্দোপাধ্যায়। হুঙ্কার দিলেন, ‘আমার পদবি মোদি নয়, বন্দোপাধ্যায়’। সদ্য বিদেশ থেকে চোখের চিকিৎসা করে এসে মঞ্চে উঠে পুরোনো রূপ ধারণ করলেন তৃনমূলের ‘সেনাপতি’।
এদিন মঞ্চে উঠেই অভিষেক প্রথমে রেকর্ড জমায়েত নিয়ে বলেন , গত বছর যে সমাবেশ মেয়ো রোডে করেছিলাম, সেটা আমরা ২৯শে অগাষ্ট করেছিলাম। আগেরবার ২৮ শে অগাষ্ট রবিবার ছিল। কোনো একটি সমাবেশের সাফল্য নির্ভর করে তার জমায়েতের উপর। যে জমায়েত আজ হয়েছে তা তৃণমূলের ছাত্র পরিষদের সমাবেশের সর্বকালের রেকর্ড ভেঙেছে। তার জন্য সকল কর্ম বন্ধু থেকে শুরু করে সবাই ধন্যবাদ।
এরপরেই নাম না করে রাজ্যের বিরোধী দলের প্রতি আঘাত হেনে বলেন, “আমি বিদেশে চিকিৎসা করতে গিয়েছিলাম। বলা হলো আর ফিরব না। আমার পদবি মোদি মালিয়া চোকসি নয়, আমার পদবি বন্দোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করি না।” তিনি আরও বলেন, “আমি তো আগেই বলেছি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পেলে আমি ফাঁসির দড়িতে ঝুলবো।”
বিজেপির দিকে তির ছুঁড়ে অভিষেক বলেন, “আগামী দিনে ওদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। যাঁরা বলেছিলেন, অভিষেক কে ঢুকতে দেবে না, মনে আছে আমাকে বনগাঁয় আমাকে ঢুকতে দেয়নি। কেন্দ্রের মন্ত্রী শান্তুনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেননি। নিজের বুথে হেরেছেন। চমকানো দিলীপ ঘোষ নিজের বুথে হেরেছেন। এখনকার সভাপতি সুকান্ত মজুমদার যে গ্রাম টা দত্তক নিয়েছিলেন, সেই গ্রামে হেরেছেন। যাঁরা নিজের বুথে জিততে পারবে না, তারা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন।”