নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তার আগে ৭ কেন্দ্রের উপনির্বাচনে নিজেদের বিশেষ ছাপ রাখলো ইন্ডিয়া জোট। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ধূপগুড়ি বিধানসভার ৭ বছরের রাজত্ব হাত ছাড়া হয়ে গেলো বিজেপির ।উপনির্বাচনের ৪,৩১৩ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় জয়ী হলেন।
শুক্রবার ফল ঘোষণা হয়েছে দেশের মোট ৬ রাজ্যের ৭টি আসনে উপনির্বাচনের। আর তার মধ্যে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি ছিল বিজেপির দখলে। তবে বিজেপিকে সরিয়ে ধূপগুড়ি কেন্দ্র জিতে নিল তৃণমূল। এদিকে ঝাড়খন্ডের দুমড়িতে এগিয়ে ঝাড়খন্ড মুক্তি মোর্চার বেবি দেবী। উত্তরপ্রদেশের ঘোসিতে এগিয়ে সমাজবাদী পার্টির সুধাকর সিং। কেরালার পুথুপল্লীতে জয়ী কংগ্রেস প্রার্থী চন্ডী ওমেন।
উত্তরাখণ্ডের বাগেশ্বরে বিজেপি’র পার্বতী রায় জয়ী বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। ত্রিপুরার দুই কেন্দ্র ধনপুর এবং বক্সানগরে বিজেপি সংখ্যার বিচারে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। কিন্তু উপনির্বাচনের দিন এই দুই কেন্দ্রে তান্ডবের ছবি সারা রাজ্যে ধিক্কারের মুখে পড়েছে। ত্রিপুরায় বামফ্রন্ট প্রতিবাদে গণনায় অংশও নেয়নি।
তবে ধূপগুড়িতে উপ নির্বাচনে যে তৃণমূল জিতবে সেই বিষয়ে বিশেষ আশাবাদী ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি ভোটের প্রচারেও যাননি। এই অবস্থায় ভোটের প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার—সবটারই নেতৃত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে ধূপগুড়ি উপনির্বাচনের সাফল্যে অভিষেকের অনেকটা কৃতিত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে।