নিজস্ব প্রতিনিধি , দিল্লি – সবে মাত্র শেষ হয়েছে দিল্লির বুকে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক জি-২০ সম্মেলন। তার ঠিক আগেই গোটা দেশের ৭ আসনে উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। খোদ যোগীর রাজ্যেই হারতে হয়েছে বিজেপির। এই ফলের পর নয়া রসদ পেয়েছে ইন্ডিয়া মহাজোট। আসন্ন লোকসভা নির্বাচনে মোদিকে গদিচ্যুত করাই মূল লক্ষ্য এই ইন্ডিয়া মহাজোটের। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তিনটি মেগা বৈঠক করেছে ইন্ডিয়া মহাজোট। এরমধ্যে এবার চলতি মাসে প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিন ঘোষণা করলো ইন্ডিয়া জোট।
সূত্রের খবর , আগামী ১৩ই সেপ্টেম্বর এনসিপির প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে এই প্রথম কো-অর্ডিনেশন কমিটির বৈঠক হবে। এই বৈঠকেই আগামী নির্বাচনে আসন সমঝোতা , দলের ইস্তেহারের প্রস্তুতি , নির্বাচনের আগে সমাবেশ সহ এরকম একাধিক বিষয়ে আলোচনা করা হবে। একইসঙ্গে আগামীদিনে গোটা দেশে কিভাবে বিজেপি বিরোধী প্রচার চলবে তা নিয়েও আলোচনা হবে।
তবে ইতিমধ্যেই গঠিত হওয়া কো-অর্ডিনেশন কমিটিতে রয়েছেন কেসি বেণুগোপাল (কংগ্রেস), শরদ পওয়ার (এনসিপি), এমকে স্ট্যালিন (ডিএমকে), অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), সঞ্জয় রাউত (শিবসেনা ইউবিটি), তেজস্বী যাদব (আরজেডি), ললন সিম (জেডিইউ), রাঘব চাড্ডা (আপ), হেমন্ত সোরেন (জেএমএম), যাদব আলি খান (সমাজবাদী পার্টি), ডি রাজা (সিপিআই), ওমর আবদুল্লা (এনসি), মেহবুবা মুফতি (পিডিপি)।