23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জুড়েগা ভারত , জিতেগা ইন্ডিয়া , মোদিকে হটাতে চূড়ান্ত হলো মহাজোটের ক্যাম্পেন থিম

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য আটঘাট বেঁধে নেমেছে ইন্ডিয়া জোট। শুক্রবারে বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোটের সাংগঠনিক দলগুলি ‘যতদূর সম্ভব’ একসঙ্গে ২৪ শের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ এই স্লোগানও তাদের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়ে গেছে।

    ২০২৪-এ লোকসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করার লক্ষ্যে গত ২৩ জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের আহ্বানে ১৭টি বিরোধী দলের প্রথম বৈঠক হয়। ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে ২৬টি দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে ‘ইন্ডিয়া’। আর শুক্রবার এই ইন্ডিয়া জোটের মেগা বৈঠক হয়েছে মুম্বাইয়ে। যেখানে ২৮ টি দল উপস্থিত ছিল।

    ‘ইন্ডিয়া’র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , আগামী লোকসভা নির্বাচনে যতটা সম্ভব একসাথে লড়াই করবে ইন্ডিয়া জোটের সদস্যেরা। যতটা সম্ভব একের বিরুদ্ধ এক প্রার্থী দিয়ে লড়াইয়ের চেষ্টা করা হবে। আসন সমঝোতার বিষয়ে প্রতিটি রাজ্যে জরুরি ভিত্তিতে দ্রুত আলোচনা শুরু হবে। ‘গিভ অ্যান্ড টেক’ নীতির উপরে ভিত্তি করেই এই সমঝোতা হবে। এদিকে মোদি সরকারের নতুন প্রস্তাব ‘এক দেশ , এক ভোট‘ কে সপাটে নাকচ করেছে ইন্ডিয়া।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img