নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন – কথায় বলে বন্ধুর বন্ধু , আর শত্রুর শত্রু। ভারতের জমি দখলের ছবি দেখিয়ে আগেই চরম বিতর্কে পড়েছিল চীন। আর এই আগ্রাসন নীতিই যেন শাপে বর হলো ভারতের। চীনকে মুখের উপর জবাব দিতে এবার রেল সহ বন্দর নিয়ে বিশেষ চুক্তি করল ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র-সৌদি আরব। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি , বেজিংকে কড়া বার্তা দিতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র-সৌদি আরব। সহজ ভাষায় বললে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক সাপ-বেজির মতো। আবার ভারতেরও চরম শত্রু এই চীন।
সূত্রের খবর , আগামী ২০২৪ সালের মধ্যে বেল্ট অ্যান্ড রোড ভিশনের পরিকল্পনা নিয়েছে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র-সৌদি আরব। যদিও এই চুক্তি সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ভারত ও ইজরায়েলকে যুক্ত করতে চাইছে আমেরিকা। সবদিক বিবেচনা করে চীনকেও মুখের উপর জবাব দিতে এই চুক্তি লুফে নিয়েছে ভারত। সব মিলিয়ে জি-২০ সম্মেলনের আগেই বৈদেশিক সম্পর্কে বিশেষ জয় পেলো ভারত।
তবে প্রশ্ন , যে কি এই চুক্তি আর এই চুক্তিতে ভারতের সুবিধাই বা কি। বিশেষজ্ঞদের মত , এই বেল্ট অ্যান্ড রোড ভিশন চুক্তি ভারতের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। এই চুক্তির মাধ্যমে রেলের যথেষ্ট উন্নয়ন হবে। পাশাপাশি উপসাগরীয় সমুদ্র বন্দরগুলির মাধ্যমে দেশগুলির সংযোগ বৃদ্ধি পাবে। একইসঙ্গে ভারত নিজেদের স্বার্থে সৌদির বিভিন্ন বন্দর ব্যবহার করতে পারবে। যা আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সুবিধা দেবে। তবে এটাই প্রথম নয় , ১৮ মাস আগে I2U2 নামে একটি ফোরামে বেল্ট অ্যান্ড রোড ভিশন চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। যেই ফোরামের সদস্য দেশ হিসেবে রয়েছে আমেরিকা, ইজরায়েল, সৌদি আরব এবং ভারত। স্বাভাবিক ভাবেই আগামীতে এই ৪ দেশের আন্তর্জাতিক মেলবন্ধন যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতে চলেছে। তবে এই চুক্তির শর্ত কি হবে তা এখনো প্রকাশ করা হয়নি।