নিজস্ব প্রতিনিধি , দিল্লি – একেই হয়তো বলে মুখের উপর জবাব দেওয়া। তবে এবার শুধুই ফ্যালফ্যাল করে চেয়ে দেখলো চীন , এমন কি হাত তালিও দিলেন সে দেশের প্রতিনিধিরা , কিন্তু কিছুই করতে পারলেন না। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সাফল্য পেলো ভারত। কারণ জি-২০ সম্মেলনের প্রথম দিনেই মধ্যপ্রাচ্যের সঙ্গে রেল-বন্দরের চুক্তি চূড়ান্ত হয়ে গেল। এই প্রকল্পে একযোগে কাজ করবে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি ও ইউরোপ। এই প্রকল্পের মধ্যে রয়েছে রেল, বন্দর, বাণিজ্য বৃদ্ধি, ডিজিটাল সংযোগ সম্পর্কিত একাধিক বিষয়। গতকালই এই চুক্তি নিয়ে আভাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
কি আছে এই চুক্তিতে , বা ভারতের কি সুবিধা হবে এই চুক্তিতে?
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে , এই ঐতিহাসিক চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের সঙ্গে রেল ও বন্দরের মাধ্যমে যুক্ত হবে ভারত। এবিষয়ে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার জানিয়েছেন , এই কয়েকটি দেশের উন্নতির ক্ষেত্রে পরিকাঠামোগত যে ফাঁক থেকে গিয়েছিল, তা এই প্রকল্পের হাত ধরে পূর্ণতা পাবে। একটি দেশ অন্য দেশেকে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ সাহায্য করবে। বর্তমান পরিস্থিতিতে চাহিদার কথাকে মাথায় রেখে এই প্রকল্পর উদ্যোগ নেওয়া হয়েছে।