নিজস্ব প্রতিনিধি , বেজিং – সোমবার ২০২৩ সালের স্যান্টার্ড ম্যাপ প্রকাশ করেছে চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রক। যেখানে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের নিজেদের বলে দাবি করেছে চীন। এই নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। এর আগেই কি ভারত-চীন সংঘাত হতে চলেছে?
এদিন চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখন্ড রয়েছে চীনের দখলে। পাশাপাশি গোটা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করেছে বেজিং। অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলেছে চীন। উল্লেখ্য , ২০২১ সালে অরুণাচল প্রদেশের ১৫ টি জায়গাকে নিজেদের বলে দাবি করেছিল বেজিং।