নিজস্ব প্রতিনিধি , দিল্লি – এর আগে দেশের বহু গুরুত্বপূর্ণ রাস্তা, শহর, রেল স্টেশনের নাম বদল করেছে কেন্দ্র সরকার। এবার মোদি সরকারের নজর দেশের নামের দিকে। আর এবার বদল হতে চলেছে দেশের নাম। আগামী ১৮ই সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে। আর ওই অধিবেশনেই ইন্ডিয়ার নাম বদলে করা হবে ভারত।
জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজিত নৈশভোজের আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। সাধারণত এই ধরনের আমন্ত্রণে লেখা হয় ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। চলতি মাসের ১৮ থেকে ২২ তারিখ সংসদে বসতে চলেছে বিশেষ অধিবেশন। সেই অধিবেশনেই এ নিয়ে রেজুলেশন পাস করানো হতে পারে বলে সরকারের একটি সূত্র থেকে জানা গেছে।
যদিও বিরোধীদের দাবি ইন্ডিয়া জোটকে ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। ২৮ টি দল নিয়ে বিজেপির বিপক্ষে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। আর তারপর থেকেই নাকি ইন্ডিয়া নামে এলার্জি হয়েছে প্রধানমন্ত্রীর। এমনটাই দাবি বিরোধীদের। তবে ইন্ডিয়া থেকে নাম পরিবর্তন হওয়ার বিষয়টি যে শুধুই জল্পনা নয় তা নিশ্চিত করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
কংগ্রেসের মিডিয়া প্রধান তথা কংগ্রেস নেতা জয়রাম রমেশ X প্ল্যাটফর্মে লিখেছেন, ‘খবর তাহলে সত্যি। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখা আছে। সংবিধানের ২ নং অনুচ্ছেদে বলা রয়েছে, ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে’।
অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ‘রিপাবলিক অব ভারত – আমি খুশি এবং গর্বিত। আমাদের সভ্যতা দৃঢ় পদক্ষেপে অমৃতকালের দিকে এগোচ্ছে দেখে আনন্দ হচ্ছে, গর্ববোধ করছি’।