23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ত্রিশূল অভিহাম আরম্ভম , এবার সরাসরি চীন আক্রমণের প্রস্তুতি ভারতীয় বায়ুসেনার

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – পুরোনো রণনীতিতেই চীনকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। আর কোন ঠান্ডা নীতি নয় , এবার সরাসরি যুদ্ধের মহড়া। সম্প্রতি ২০২৩ সালের স্যান্টার্ড ম্যাপ প্রকাশ করে চীনের মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ মন্ত্রক। যেখানে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের নিজেদের বলে দাবি করেছে চীন। এরপরই ভারতও চীনকে মুখের উপর জবাব দিয়েছে। এই পরিস্থিতিতে এবার সরাসরি আগ্রাসী নীতির পথে যাচ্ছে। অর্থাৎ আক্রমণ হলেই তার পাল্টা জবাব মিলবে। সবদিক থেকে সবরকম পরিকল্পনা করে মহড়া শুরু করছে ভারতীয় বায়ুসেনা। এই মহড়ার নাম ‘ত্রিশূল’ অভিযান।

    বায়ুসেনা সূত্রের খবর , আগামী ৪ই সেপ্টেম্বর থেকে মহড়া শুরু করবে ভারতীয় বায়ুসেনার পশ্চিম এয়ার কমান্ড। এই অভিযান চলবে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত। ১০ দিনের এই ত্রিশূল মহড়ায় অংশ নেবে বায়ুসেনার সুখোই-৩০ , মিগ ২৯ , রাফাল , সি১৭ , আইএল-৭৬ , সি ১৩০জে , এএন ৩২-এর মতো যুদ্ধবিমা। এছাড়াও এই মহড়ায় অংশ নেবেন বায়ুসেনার গার্ড কমান্ডোরা। শুধু তাই নয় , যাত্রী ও মালবাহী বিমান এবং হেলিকপ্টারও থাকছে এই মহড়ায়।

    প্রসঙ্গত , এই পশ্চিম কমান্ডের বেস রয়েছে পঞ্জাব , জম্মু ও কাশ্মীর এবং লাদাখে। এরআগে লাদাখে চীনা আগ্রাসন রোখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল ভারতীয় বায়ুসেনার পশ্চিম এয়ার কমান্ড। সব মিলিয়ে আবার নতুন করে পরিস্থিতি প্রতিকূলতার দিকে এগাচ্ছে। এদিকে ভারতের তীব্র প্রতিবাদের পর এখনো চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত মানচিত্রে দেখা যাচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনের ভূখন্ড রয়েছে চীনের দখলে। গোটা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকেও নিজেদের অংশ বলে দাবি করেছে বেজিং। একইসঙ্গে অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলেছে চীন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img