নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা- রাজ্যে দলবদলের খেলা অব্যহত। এবার শোনা গেল আইএসএফে ভাঙনের সুর। শুক্রবার সকালে কয়েকশো কর্মী আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ঘটনাটি ঘটেছে, ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নাটাপুকুর ৬১ নং বুথ। এদিন এই বুথ থেকেই কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
সূত্রের খবর, শুক্রবার সকাল নাগাদ তৃণমূলে যোগদান করেন কয়েকশো আইএসএফ কর্মী। এদিন তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলামের হাত থেকে পতাকা তুলে নেন তারা। সদ্য তৃণমূলে যোগদান করেন তাদের দাবি, রাজ্যের উন্নয়নের স্বার্থেই তাদের এই তৃনমূলে যোগদান করা। আসলে পঞ্চায়েত ভোটের পর থেকেই ভাঙড় জুড়ে একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আইএসএফের কর্মী সমর্থকরা। এদিন একই রকম ভাবে আইএসএফ কর্মীরা যোগ দিলো তৃণমূলে।
এই বিষয়ে তৃনমূলে সদ্য যোগ দিয়ে আরসাদ সাঁফুই জানান, “আইএসএফ একটি সমাজ বিরোধী দল। এরা মানুষের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে কাজ করে না। সেটা বুঝতে পেরেই আমরা তৃণমূলে যোগদান করেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে কাজ করতে চাই। মানুষের ভালোর জন্য কাজ করতে চাই।”
অন্যদিকে, তৃণমূল নেতা খইরুল ইসলাম বলেন, “পঞ্চায়েত ভোটের পর সাধারণ মানুষ বুঝেছে আইএফএফের সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না। সেকারণেই আমাদের দলে আবার সকলে ফিরছে। সকলকে নিয়েই আগামীদিনে উন্নয়নের কাজ করা হবে।”