নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু – বিশ্বের বুকে নজির গড়ে গত বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরু অভিযানে সফল হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩। তারপর এবার সূর্য অভিযানের পালা। তবে সেকথা আগেই ঘোষণা করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা। আগামী সপ্তাহেই সূর্য অভিযানের জন্য পাড়ি দেবে আদিত্য-এল১। এই প্রথমবার সূর্য নিয়ে অভিযান করতে চলেছে ইসরো। তারজন্য ইতিমধ্যে তৈরি হয়েছে লঞ্চপ্যাড। এবার শুধু উৎক্ষেপণের অপেক্ষা।
ইসরো সূত্রের খবর , আগামী ২ রা সেপ্টেম্বর সূর্যের উদ্যেশে পাড়ি দেবে আদিত্য-এল১। সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে ইসরোর আদিত্য এল১। মোট ৭ টি পে-লোড নিয়ে মহাকাশে যাবে আদিত্য-এল১। বেঙ্গালুরুর ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি হয়েছে ইসরোর এই নয়া হাতিয়ার।
তবে সূর্য অভিযানে গেলেও সৌর জগতের একবারে কাছে যাবে না আদিত্য। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন অর্থাৎ ১৫ লক্ষ কিলোমিটার দূর থেকেই সূর্যের শেষ অক্ষে অভিযান শুরু করবে আদিত্য-এল১। সেখান থেকেই সৌর কণা এবং সৌর বায়ুর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আদিত্য। এছাড়াও সৌর বিস্ফোরণ নিয়েও তথ্য সংগ্রহ করবে আদিত্য। ইসরোর আরও দাবি , আংশিকভাবে সূর্যের আয়োনাইজড প্লাজমার পিছনে কী বিজ্ঞান লুকিয়ে আছে, তা নিয়েও গবেষণা চালাবে আদিত্য। সব মিলিয়ে নয়া মিশন নিয়ে উত্তেজনায় ফুটেছে ইসরো। স্বাভাবিক ভাবেই এই মিশন সফল হলে ইসরোর মুকুটে যোগ হবে নয়া পালক।
ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় এসে পৌঁছেছে আদিত্য-এল১। উল্লেখ্য , আদিত্য-এল১-এর পে-লোড তৈরির দায়িত্বে ছিল ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, পুণে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজার। এছাড়া ইন্ডিয়ান ইন্সটিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্স তৈরি করেছে আদিত্যর করোনাগ্রাফ।