নিজস্ব প্রতিনিধি , কলকাতা –
যাদবপুর কান্ডে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে ‘যাদবপুর বাঁচাও’ মিছিলের ডাক দিল বিজেপির যুব মোর্চা ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এভিবিপি)। শুক্রবার বিকেল ৩ টে নাগাদ গোলপার্ক থেকে যাদবপুরের উদ্দেশ্যে রওনা হয় এই মিছিল। মূলত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধ করতে এবং ক্যাম্পাসকে মাদক মুক্ত করতে এই মিছিলের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা। আর সেই মিছিলেই বাধল ধুন্ধুমার। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজন কর্মী সমর্থকদেরকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর , এদিন বেলা ৩টে নাগাদ গোলপার্ক থেকে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড পর্যন্ত যাবার উদ্দেশ্যে এভিবিপির একটি মিছিল বের হয়। তবে পুলিশের অনুমতি ছিল না বলেই জানা গেছে। আর সেই কারনেই পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল চালিয়ে যায় এভিবিপি। তাতে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরে এভিবিপির সমর্থকেরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন কর্মী সমর্থকদেরকে আটক করেছে পুলিশ।
এভিবিপির এক সমর্থক দাবি করেন, “পুলিশকে আগে থেকে জানানো হয়েছিলো। তাদের যা প্রক্রিয়া রয়েছে সেই মতো মিছিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ কলকাতার রাস্তায় যানজট সৃষ্টির ভয় দেখাচ্ছে। কিন্তু যেখানে এক ছাত্র মারা গেল তাতে এই মিছিল তো যুক্তি সঙ্গত। আর তাই আজ আমাদের এই মিছিল।
পাশাপাশি এই মিছিলে ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য রাজ্য বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ।