23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    যাদবপুর কান্ডে জামিন ৩ জনের , বেকসুর খালাস জয়দীপও

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এবার নয়া মোড় নিল এই ঘটনা। পুলিশকে হস্টেলের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার মামলার এবার জামিন পেল তিন অভিযুক্ত। এদের মধ্যে জয়দীপ ঘোষ বেকসুর খালাসও পাবেন বলে জানা গেছে। তবে অপর দুই জামিনপ্রাপ্ত দীপশেখর দত্তমনোতোষ ঘোষ এখনই মুক্তি পাবেনা বলে জানা গেছে। এদের নাম ছাত্র মৃত্যুর মূল মামলায় রয়েছে। তাই এখনও স্বস্তি পাবেনা তারা। 

    সূত্রের খবর , এদিন মামলার শুনানি চলাকালীন সরকারী আইনজীবী বলেন , সেদিন পুলিশকে ঢুকতে বাধা না দিলে হয়তো ছাত্রটাকে বাঁচানো যেত। তবে এর উত্তরে অভিযুক্তদের আইনজীবী বলেন , ৯ আগস্ট রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। তা হলে পুলিশ ফিরে গিয়েই কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। কেন মামলা করতেই ৭২ ঘণ্টা সময় লেগে গেল পুলিশের। পুলিশ তার আগে কী করছিল? সরকারকেই আইনজীবী এই সব প্রশ্নের উত্তর যথাযথ উত্তর দিতে পারেননি।

    এরপর অভিযুক্তের আইনজীবী বলেন , অভিযুক্তরা পুলিশকে সহযোগিতা করছেন। এমনকি তাদের বিরুদ্ধে কোনো যথাযথ প্রমানও পাওয়া যায় নি। সেকারণে তাদের জামিন দেওয়া হোক। এরপর আদালত জামিন দেয়। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত সৌরভ এখন জেলেই রয়েছে। তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। যদিও সে সাংবাদিকদের সামনে দাবি করে সে নির্দোষ। অন্যদিকে এই ঘটনায় গ্রেফতার হওয়া সত্যব্রতের বিরুদ্ধে অনেক প্রমান মিলেছে। এতসবের মধ্যেও সে সাংবাদিকদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছে। তবে এখনই স্বস্তি মিলছে না সৌরভ সত্যব্রত সহ বাকি ১০ জনের।

    প্রসঙ্গত , ৯ আগস্ট যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার ঘটে। এই ঘটনায় র‌্যাগিং তত্ত্ব উঠে এসেছে। তদন্তে প্রমাণ মিলেছে র‌্যাগিংয়ের জেরেই ওই পড়ুয়ার মৃত্যু ঘটে। আবার যে মুহূর্তে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটে সেখানে পুলিশ পৌঁছালে তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেয় হোস্টেলের অন্যান্য ছাত্ররা। অন্যদিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ছাত্রের।‌ সব মিলিয়ে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ১৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যেই এবার তিন জনকে জামিন দিল আদালত।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img