নিজস্ব প্রতিনিধি , কলকাতা – যাদবপুর কান্ডে ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার শুভেন্দুকে সেই মামলা প্রত্যাহারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় বিচারপতি শুভেন্দুর উপর রীতিমত ‘বিরক্তি’ প্রকাশ করেছেন। এরপর এদিন কার্যত চাপের মুখে পড়ে মামলা প্রত্যাহার করলেন শুভেন্দু।
সূত্রের খবর , যাদবপুর কান্ডের ঘটনার প্রতিবাদে একটি সভাতে তার উপর আরএসএফ নামে একটি ছাত্র সংগঠন হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এনআইএর তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এদিন সেই মামলাতেই বিচারপতি বিরক্তি প্রকাশ করেছেন। শুভেন্দুর আইনজীবীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি কি মামলা গুরুত্ব দিয়ে দেখছেন? আপনার কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। নিজেকে ক্লান্ত করবেন না।’ এরপর মামলা প্রত্যাহার করে নেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন মামলা প্রত্যাহার করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়িও।
এদিনের শুনানিতে বিচারপতি বিরোধী দলনেতার উদ্দেশ্যে প্রশ্ন করেন,’সংবাদপত্র পড়েই কি এই মামলা দায়ের করা হয়েছে? আমি আজকাল প্রায়শই দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে?’ বিচারপতি আরও বক্তব্য,’আমিও তো সংবাদপত্র পড়ে জেনেছি যাদবপুরের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করেছে।’
পাশাপাশি বিচারপতি শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদারকে বলেন, ‘মামলাকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন?’ বলেন, ‘শীঘ্রই মামলা প্রত্যাহার করুন নাহলে খারিজ করে দেব।’
প্রসঙ্গত , গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেল থেকে পড়ে রহস্যজনকভাবে এক ছাত্রের মৃত্যু হয়। এরপর এই ঘটনার প্রতিবাদে এভিবিপির তরফে একটি সভার আয়োজন করা হয়। সেই সভাতেই তাঁর উপর হামলার অভিযোগ আনেন আরএসএফের বিরুদ্ধে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।