23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘মোদির সামনে দাঁড়ানোর সাহস নেই কারোর’, বলে দিলেন দিলীপ ঘোষ

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – ‘আসলে মোদির সামনে দাঁড়ানোর কারোও সাহস নেই, তাই জোট করা হচ্ছে’, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের শেষ লগ্নে প্রচারে গিয়ে ইন্ডিয়া জোটকে নিয়ে এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এদিন ধূপগুড়িতে জান বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। প্রায় ১২টা নাগাদ পদাতিক এক্সপ্রেসে করে তিনি জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন। সেখান থেকে তিনি জলপাইগুড়ি শহরের একটি বেসকারি হোটেল ওঠেন। আজ ধূপগুড়িতে বেশ কয়েকটি নির্বাচনী সভা রয়েছে তাঁর। তবে তার আগে রোড স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়েই ইন্ডিয়া জোট এবং তাঁদের দু’দিনের বৈঠক নিয়ে কথা বলেন।

    ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে এদিন তিনি বলেন, “সবে মাত্র জোটের মিটিং হয়েছে। মিটিং শেষে বাড়ি গিয়ে অনেকে অনেক রকম কথা বলছেন। কারোর আবার মতের মিল হচ্ছে না। আসলে মোদির সামনে একা দাঁড়ানোর সাহস নেই কারোর। তাই এ-ওর হাত ধরছে। তবে এতে লাভ হবে না কিছুই”।

    তিনি আরও বলেন, “অধীর চৌধুরী এবং মহম্মদ সেলিম বিজেপির বিরুদ্ধে কথা বলছেন। আর এদিকে দিদি নবান্নে ডেকে চা খাওয়াতে চাইলেও সেখানে তারা যাচ্ছে না। আসলে “ওখানে দোস্তি আর এখানে কুস্তি” এই পলিসিতে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে তৃণমূল, কংগ্রেস, বিজেপি”।

    প্রসঙ্গত, ধূপগুড়ি উপনির্বাচনকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ থেকে বিজেপি নেতারা প্রচারে আসছেন। শুধু তাই নয় ধূপগুড়িতে ঘাঁটি গেড়ে বসে আছেন বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন দিলীপ ঘোষ। আর সেখানে পৌঁছাতেই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img