23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ইন্ডিয়া নাম দাসত্বের প্রতীক , ফেসবুকে বিস্ফোরক দাবি কঙ্গনার

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – একদেশ এক নির্বাচন‘ নিয়ে চলতি মাসে বিশেষ অধিবেশন ডেকেছেন মোদি সরকার। এই একদেশ এক নির্বাচন বিতর্কের মধ্যেই নয়া জল্পনা উস্কে দিয়ে গতকাল দেশের রাষ্ট্রপতি তার নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে নাম বদলে দেন। এরপর থেকেই শুরু হয় নতুন করে জল্পনা। যে আশঙ্কা করা হয়েছিল তা ইতিমধ্যেই সত্যি হয়েছে। কারণ চলতি অধিবেশনেই দেশের নাম ‘ইন্ডিয়া‘ থেকে ‘ভারত‘ করা হচ্ছে। এটা নিয়ে যদিও বিরোধীরা অনেক অভিযোগ জানিয়েছেন। তবে এখন শুধু সময়ের অপেক্ষা। গতকাল ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই সেলিব্রেটিরা বিভিন্ন মত প্রকাশ করেছেন।

    তারইমধ্যে গতকাল বলিউডের বিগ বি’র পোস্ট ঘিরে আরও বিতর্ক তুঙ্গে উঠেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,”ভারত মাতা কি জয়“। তারপর থেকেই নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। একজন লিখেছেন, ‘এবার অমিতাভ বচ্চনকে বাতিল করার সময় এসেছে। আশা করছি জয়া আন্টি খুব জলদি ওঁকে বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলবেন।’ অন্যজন লিখলেন, ‘দিন দিন অমিতাভ বচ্চনও বিজেপির দালাল হয়ে উঠছেন। অসহ্য। পা চাটা বলিউড অভিনেতাদের আর নেওয়া যাচ্ছে না।’

    আর বিগ বির পথেই হাঁটলেন কঙ্গনা রানাওয়াত। সব সময় তাকে বলিউডের অন্যতম কোন কন্ট্রোভার্সি কুইন ও বলা হয়। স্বাভাবিকভাবে এটাও বলা চলে তিনি নরেন্দ্র মোদির খুবই ঘনিষ্ঠ। এমনকি এমন জল্পনাও উঠেছিল যে মোদির ঘনিষ্ঠ হওয়ার কারণে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।

    দু-বছর আগে প্রকাশিত তার একটি বক্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী। সেখানে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ নামের পক্ষে মত জানিয়েছিলেন কঙ্গনা। ২০২১ সালে কঙ্গনা জানিয়েছিলেন,” ‘ইন্ডিয়া’ নাম থেকে দূরে থাকা উচিত, আমরা ভারতীয় এবং আমাদের দেশ ভারত। ‘ইন্ডিয়া’ নাম দাসত্বের প্রতীক বলেই মনে করেন অভিনেত্রী”।

    পোস্টের বিতর্ক হতে কঙ্গনা আরও জানান,” ‘ভারত নামটা অর্থপূর্ণ। ইন্ডিয়া নামের মানে কী? তারা রেড ইন্ডিয়ান বলত কারণ পুরোনো ইংরাজিতে ইন্ডিয়ান বলতে বোঝায় দাস। তাারা আমাদের ইন্ডিয়ান নামকরণ করেছিল কারণ সেটাই (দাস) ছিল ব্রিটিশদের চোখে আমাদের পরিচিতি। আগে তো ডিকশনারিতে ইন্ডিয়ান অর্থ হিসাবে উল্লেখ করা হত দাস, এখন সেটা বদলে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়ান নই, আমরা ভারতীয়”।

    আগামীতে পি ভাসু পরিচালনায় আসতে চলছে ‘চন্দ্রমুখী-২’। মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আগামী ১৯ সেপ্টেম্বের গণেশ চতুর্থীর দিন মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী ২৪ নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’। ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img