23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শুভ জন্মাষ্টমী! জেনে নিন শুভক্ষণ, নিয়মাবলী থেকে শুরু করে ৫৬ ভোগের বিস্তারিত তথ্য

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- আজ শ্রীকৃষ্ণের জন্মদিন। আর এই দিনটিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। শ্রীকৃষ্ণের কৃপা পেতে নিষ্ঠা ভরে গোটা দেশের মানুষ এদিনে তাঁর আরাধনা করে থাকেন। শ্রাস্ত্রের নির্ধারিত দিনক্ষণের হিসাব অনুসারে এই বার শ্রী কৃষ্ণের ৫২৫০তম জন্মদিন। এ বছর ৬ ও ৭ সেপ্টেম্বর গোটা দেশে মহা আড়ম্বরে পালিত হবে জন্মাষ্টমীর উৎসব। আর এতেই কেউ কেউ দ্বন্দ্বে পড়েছেন কবে পালন করবেন শ্রীকৃষ্ণের জন্মদিন। আর সেই দ্বন্দ্ব মেটাতেই আমাদের আজকের এই প্রতিবেদন।

    দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, এ বছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে আজ, বুধবার দুপুর ৩.৩৭ মিনিটে। জন্মাষ্টমী তিথি থাকবে আগামিকাল বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকেল ৪.১৪ মিনিট পর্যন্ত। ফলে ভক্তরা এই দুই দিনের মধ্যেই যেকোনো একদিন শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করতেই পারেন। কিন্তু শুধু পালন করবো ভাবলেই হয় না। তার কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। তবেই পূরণ হবে মনের সকল ইচ্ছা। জেনে নিন সেগুলো কি কি

    ১) জন্মাষ্টমী যে পালন করবেন আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এবং রাত ১২টার মধ্যে খেয়ে নিতে হবে। ঘুমানোর আগে অবশ্যই একবার ব্রাশ করে নেবেন যাতে দাঁতে খাবারের টুকরো রয়েছে না যায়।

    ২) এবার আসা যাক জন্মাষ্টমীর দিন। এদিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ব্রত পালনের সংকল্প নিন। হাতে একটি তুলসী পাতা রেখে এই সংকল্প করুন। ব্রত পালনের সময় হওয়া কোনও ভুলের জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থনা করে নিন।

    ৩) জন্মাষ্টমী ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে সঙ্কল্প স্থাপন করেন ব্রতীরা৷ পুজোর সময় দেবকী, বাসুদেব, বলভদ্র, নন্দ, যশোদা এবং দেবী লক্ষ্মীর উপাসনা করাও বিধেয়৷

    ৪) জন্মাষ্টমীর উপবাসে ফলাহার করতে পারেন।রাতে স্বাভাবিক খাবার খেয়ে উপোস ভাঙতে পারেন। তবে যারা সারা দিন উপোস রাখতে চান, তারাও রাতে ফল, দই, দুধ ও শ্রী কৃষ্ণকে দেওয়া প্রসাদ খেতে পারেন।

    ৫) শ্রী কৃষ্ণের জন্মদিনে ব্রত রাখলে, সন্ধ্যার পূজার সময় আপনার নতুন পোশাক পরা উচিত। পুজোর সময় উৎসর্গ করুন বাঁশি এবং তুলসির মালা৷

    ৬) এই দিনে জলে তুলসী পাতা রেখে পান করুন। আর শ্রী কৃষ্ণের প্রতিটি ভোগে তুলসি পাতা অবশ্যই রাখতে হবে। শ্রীকৃষ্ণের পুজোয় শশা নিবেদন করতেই হবে৷ দীর্ঘ দিন ধরে প্রচলিত হয়ে আসছে এই রীতি৷ পাশাপাশি ক্ষীর, তালের বড়া তো করাই হয়৷

    ৭) জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করবেন।

    এবার আসা যাক শ্রীকৃষ্ণের প্রিয় ৫৬ ভোগে। তিনি যে মাখন খেতে কত ভালোবাসেন তা কারোর অজানা নয়। তাই এদিন মাখন ভোগ হিসেবে রাখতে পারবে। সাথে রাখতে পারেন ছোলা, জিলাপি, দই, ক্রিম, রসগোল্লা, মিষ্টি, মরসুমি ফল, মোহন ভোগ, ড্রাই ফ্রুটস, সুজি, মালপোয়া, তালের বড়া, দই চিঁড়ে।

    ফিরনি, লুজি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি, মিষ্টি ভাত, ঘি ভাত, দই ভাত, ঘি, লেবু এবং লবণ দেওয়া জল ভাত, লাড্ডু, শাক, আধা আচার, ক্ষীর, খাজা, গজা, স্যুপ, চাটনি, তরকারি, দই সবজির তরকারি, রাবড়ি, পাপড়, গরুর ঘি, সিরা, লস্যি, সুভাত, মোহন, সুপারি, এলাচ, ফল, পিঠাপুলি ৫ রকমের, জগবল্লভ, মন্ডা, রস বড়া, পয়েস, খোয়া ক্ষির, ডাল তিন রকমের, গন্ধ লেবু সঙ্গে শাক ৩ রকমের শাক ভাজা, মোচার ঘন্ট।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img