23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি, ব্যস্ত মৃৎ শিল্পীরা

    নিজস্ব প্রতিনিধি, মালদা – আর দু’দিন বাদেই সারাদেশের পাশাপাশি মালদা জেলাতেও পালিত হবে জন্মাষ্টমীর উৎসব। ইতিমধ্যেই ব্যস্ততা বেড়েছে মৃৎ শিল্পীদের। কৃষ্ণ, কংস, পুতনা রাক্ষসী, বকাসুর বধ, গোপালের প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। বাসুদেবের নানান অবতারের গাঁথা ফুটিয়ে তুলছেন মাটির গড়নে।

    তবে এখন মানুষ অনেক ব্যস্ত। ব্যস্ততার মাঝে আর জন্মাষ্টমীর পুজো সেই অর্থে বাড়িতে দিতে পারেন না অনেকেই। ফলে মৃৎ শিল্পীদের অনেকেই মুখে এই ব্যস্ততার মাঝেও শোনা যাচ্ছিল দুঃখের কথা। এখন নাকি সেই ভাবে আর আয় হয় না। তবুও পুজোপার্বণের আগে তারা সদা ব্যস্ত থাকেন।

    অনেক মৃৎ শিল্পী এমনও দাবি করেছেন, যে সোশ্যাল মিডিয়ার বাজারে অনেকে কম তৈরি করছেন জন্মাষ্টমীর মূর্তি। তবে বহুদিন ধরে জন্মাষ্টমীর মূর্তি তৈরি করছেন মালদা শহরের বালুচর এলাকার বাসিন্দা অঞ্জন পন্ডিত। তার তৈরি করা জন্মাষ্টমীর মূর্তি যাচ্ছে কালিয়াচক, বৈষ্ণবনগর সহ বিভিন্ন এলাকায়। তাঁর মতামত অবশ্য ভিন্ন। তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার বাজারেও কদর রয়েছে জন্মাষ্টমীর মূর্তির। সংখ্যায় হইতো কমেছে কিন্তু আজও জন্মাষ্টমী সাজানো হয় বিভিন্ন এলাকায়। মূর্তির চল একেবারে ফুরিয়ে যাবেনা কখনোই। তাই প্রতিবছর মূর্তির যোগান দিতে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেন তিনি। এই ভাবেই চলে যাচ্ছে তাঁদের সংসার।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img