নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর– সমগ্র দেশ সহ রাজ্য জুড়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। এই উপলক্ষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হলো উত্তর দিনাজপুর জেলার তপন রাধাগোবিন্দ মন্দিরেও। এদিন মন্দিরের তরফে যে শোভাযাত্রার আয়োজন করা হয় তাতে পা মেলালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। আর সনাতন ধর্মের শ্রীবৃদ্ধি কামনা করলেন। পাশাপাশি স্ট্যালিন ইস্যুতে ফের তোপ দাগলেন তিনি।
সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রাধাগোবিন্দ মন্দিরে রথযাত্রা ছাড়াও প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। প্রতি বছরের মত এবছরেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে দুদিন আগে থেকে রাজ্য ও তার বাইরের পুরোহিত এবং আচার্যদের আমন্ত্রণ জানানো হয়েছে মন্দিরের তরফে। এদিন মন্দিরের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত হন অগণিত মানুষ। পাশাপাশি ছিলেন রাজ্যের বিরোধীদলের নেতা শুভেন্দু অধিকারী। এদিন বেলা ১১ টা নাগাদ তপনে পৌঁছান তিনি।
শোভাযাত্রার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী ফের স্ট্যালিনের সনাতন ধর্ম নিয়ে করা মন্তব্যের কটাক্ষ করেছেন। বলেন, “আজকের এই পুণ্য তিথিতে মিলিত হয়ে হাজার হাজার বছরের পুরোনো সনাতন ধর্মকে আরো প্রসারিত করার চেষ্টায় রয়েছি। আর যারা সনাতন ধর্মকে কলেরা ডেঙ্গুর সঙ্গে তুলনা করেছেন তাদের উদ্দেশ্য মন্দিরের প্রধান সেবায়েত বলেছে তাদের বিনাশ নিশ্চিত।” এরপরেই শুভেন্দু বলেন, “সনাতন চিরন্তন।”
এদিন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর উদ্দেশ্যে পাথর ছোড়া নিয়ে বলেন, ৮৬ বছরের প্রবীন শিশির অধিকারীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার মধ্যে দিয়ে আসলে প্রবীনদের অপমান করা হয়েছে।
তবে এদিন তপনের মন্দিরে উপস্থিত ছিলেন না সুকান্ত মজুমদার। তাকে ওই জেলাতেই অন্য একটি কর্মসূচিতে দেখা গেছে। এই ঘটনায় বিরোধীরা দলের মধ্যে কোন্দলের গন্ধ পাচ্ছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে সুকান্ত মজুমদার বলেন, “তপন রাধা গোবিন্দ মন্দিরে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত কর্মসূচি। এটা দলের নয়। তাই গোষ্ঠী কোন্দলের কোনো ব্যাপার নেই। তবে এব্যাপারে তিনি জানাননি আমাকে। হয়তো জেলা সভাপতিকে জানিয়েছেন।”