নিজস্ব প্রতিদিন , কলকাতা – আজ জন্মাষ্টমী। সকাল থেকেই বাড়ি বাড়ি কৃষ্ণের জন্মদিন উদ্যাপনের তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু তাড়াহুড়োতে গোপালের জন্য দোলনা কিনতে ভুলে গেছেন। চিন্তা করবেন না। এখন বাড়ি থাকা সরঞ্জাম দিয়েই তৈরি হয়ে যাবে নাড়ু গোপালের আসন।নিজের হাতেই নাড়ু গোপালকে প্রতিষ্ঠা করবেন নিজের হাতে বানানো আসনে। এবার চট জলদি কিভাবে বানাবেন এই আসন দেরি না করে দেখেে নিন । গোপালের আসন বানানোর পদ্ধতি। আসনটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হবে।
প্রথমেই মাথায় প্রশ্ন জাগছে কী কী লাগবে?
১. বেতের ঝুড়ি
২. খানিকটা তুলো
৩. পিচবোর্ড
৪. সেলোটেপ
৫. আসল ফুল / রিবনের ফুল
৬. ময়ূরের পালক
৭. উজ্জ্বল রঙের কাপড়
৮. জরির পার
আসুন জেনে নিই কিভাবে বানাবেন?
প্রথমেই একটি হাতলওয়ালা বেতের ঝুড়ি নিয়ে নিন। এবার ফুল রাখার জায়গায় বেশ খানিকটা তুলো দিয়ে দিতে হবে।এরপর বেতের ঝুড়ির মধ্যে গোল করে পিচবোর্ড কেটে তার উপর বসিয়ে দিতে হবে। তারপর সেলোটেপ দিয়ে ভালো করে শক্ত করে নিতে হবে।
এবার একটি উজ্জ্বল রঙের কাপড় দিয়ে আসনের চারপাশ ও ঝুড়ির হাতল মুড়ে নিতে হবে। এরপর জরির পার কুচি কুচি করে চারিদিকে গোল করে মুড়ে দিতে হবে। তারপর সাজানোর জন্য আসল ফুলও ব্যবহার করতে পারবেন। কিংবা রিবনের ফুল দিয়ে সাজিয়ে ,ময়ূরের পালক দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাড়িতে বানানো নাড়ু গোপালের আসন।