23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ডাবল সেঞ্চুরি পার , উইকেন্ডে দুর্বার গতিতে এগোচ্ছে জাওয়ান

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গত ৭ই সেপ্টেম্বর সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত শাহরুখের ‘জাওয়ান‘। তারপর থেকে গোটা বিশ্বে চলছে ‘জাওয়ান’ জ্বর। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে সেলিব্রেটিদের মুখে মুখে শুধুই একটাই কথা ‘জাওয়ান’। প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

    সেই ২০১১ সালে ‘রা ওয়ান’ ব্লকবাস্টার হিট হয়েছিল। তারপর একাধিক ফ্লপ মুভি। এরপরই হঠাৎই চার বছর সিনেমার পর্দায় তাকে দেখাই যায়নি। দীর্ঘ চার বছর পর বছরের শুরুতে ‘পাঠান’ প্রায় ১০০ কোটি ব্যবসা করেছিল। তার ঠিক ছয় মাস পর ‘জাওয়ান’ একদিনেই ১০০ কোটি আয় করে ফেলেছে। যেভাবে প্রত্যেকদিন একের পর এক রেকর্ড ভাঙছে তাতে বলিউড পুরো হা!

    বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার প্রায় ৭৫ কোটির ব্যবসা করে যা বলিউডের ইতিহাসে এই প্রথম। দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার আরো ৫৩ কোটি। শনিবার আবার প্রথম দিনের মতোই ব্যবসা করে এই ছবি। প্রায় ৭৫ কোটি। তিন দিন মিলিয়ে দাঁড়ালো প্রায় ২০৩ কোটি। এমনকি শাহরুখ নিজের ছবির রেকর্ড নিজেই ভেঙ্গে দিয়েছেন।

    এরই মাঝে শোনা গিয়েছিল অ্যাটলি নাকি টুকলি করে ‘জাওয়ান’ সিনেমা বানিয়েছেন। সেই খবরেও তেমন কিছু প্রভাব পড়েনি কিং খানের ‘জাওয়ান’- এর ওপর। সম্প্রতি আরও একটি খবর শোনা যাচ্ছে রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ অভিনীত ‘ডঙ্কি’- এর কথা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img