নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – মাঝে কেটেছে মাত্র কিছু ঘণ্টা তারই মধ্যে ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে কিং খানের ‘জাওয়ান’। সারা ভারত ‘জাওয়ান‘ জ্বরে কাঁপছে। ‘পাঠান’- এর পর কিং খানের বহু আকাঙ্ক্ষিত ছবি ‘জাওয়ান’ আজ ঠিক ভোর পাঁচটায় মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই অনেকগুলি শো দেখানো হয়ে গেছে। তবে মুক্তির পাঁচ ঘন্টার মধ্যে অনলাইনের বিভিন্ন স্থানে ‘জাওয়ান’- এর পুরো মুভি পাওয়া যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী , টরেন্ট ওয়েবসাইট, টেলিগ্রাম, মুভিরুজের ও তামিলরকার্স এই সমস্ত অনলাইন সাইড এ ‘জাওয়ান’- এর এইচডি ভার্সন পাওয়া যাচ্ছে। কপিরাইট আইন অনুসারে সিনেমা হলে সিনেমার ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ। তবে শাহরুখ-গৌরীর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে গত ১০ আগস্ট মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ ‘জাওয়ান’- এর কিছু ক্লিপ এবং ভিডিও প্রকাশ্যে আসে। সেই সময় মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ এফআইআর দায়ের করেন প্রযোজনা সংস্থা। দিল্লি হাইকোর্টেও অভিযোগ জানানো হয়। হাইকোর্টের নির্দেশে খুব তাড়াতাড়িই ক্লিপগুলি ডিলিট করে দেওয়া হয়।
সকাল থেকেই দেশের নানা প্রান্তের হলের সামনে ভিড় জমিয়েছে ভক্তরা। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জুড়ে ভিড় জমিয়েছে শাহরুখ অনুরাগীরা। অনলাইনে ছবি ফাঁস হওয়ায় তেমন কোনো প্রভাব পড়বে বলে মনে হয়না। কিং খানের ভক্তদের উদ্দীপনা তা জানান দিচ্ছে। পাইরেসি না মেনে ‘পাঠান’ কে টপকে দেবে ‘জাওয়ান’। সবাই বলছে ‘পাঠান’ করেছিল ১০০০ কোটি ব্যবসা ‘জাওয়ান’ করবে ৩০০০ কোটি ব্যবসা।