23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চারদিন শেষে কত আয় করলো ‘জাওয়ান’ জানেন?

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – শাহরুখের ‘জাওয়ান’ ম্যানিয়া খুব সহজেই থামবে বলে মনে হচ্ছেনা। আগের তিনদিনের মতোই রবিবার সারা সময় ধরে ‘জাওয়ান’ ম্যানিয়া বজায় থাকল। সেই একই দৃশ্য মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনেতেও সেই একই ভিড়। লম্বা লম্বা লাইন টিকিটের কমতিও দেখা মিলছে কোথাও কোথাও। এমনকি এই প্রথম বলিউড ছবি যা একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।

    গত সপ্তাহে বৃহস্পতিবার মুক্তি পায় শাহরুখের অ্যাকশন মুভি ‘জাওয়ান’। তারপর থেকেই শহর তথা দেশ জুড়ে চলছে ‘জাওয়ান’ ঝড়। দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জাওয়ান’- এর ক্রেজ থামার নামই নেই। সিনেমায় সরকারের উদাসীনতা, কৃষকদের আত্মহত্যা, নানা দুর্নীতি, স্বাস্থ্যসেবার অপব্যবহার, জনবসতি এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার এবং ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র মতো বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। যা আমজনতার মন জয় করেছে আরো।

    বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ মুক্তির দিন প্রায় ৭৫ কোটির ব্যবসা করে যা বলিউডের ইতিহাসে এই প্রথম। বছরের সবচেয়ে আয়করী সিনেমা শাহরুখ অভিনীত ‘পাঠান’ ও তা করতে পারেনি। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারে ৫৩ কোটি ব্যবসা করে। শনিবার আবার প্রথম দিনের মতোই ব্যবসা করে এই ছবি। প্রায় ৭৫ কোটি। কিন্তু রবিবার বাকি তিনদিনের রেকর্ড ভেঙে সর্বোচ্চ আয় ‘জাওয়ান’ -এর।

    তিন দিন মিলিয়ে দাঁড়ালো প্রায় ২০৩ কোটি। এমনকি শাহরুখ নিজের ছবির রেকর্ড নিজেই ভেঙ্গে দিয়েছেন। যা ছিল ৮১ কোটি টাকা। বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চারদিন মোট আয় ২৮৮ কোটি টাকা।

    অন্যদিকে বাংলাদেশে সেন্সরের জন্য আটকে ছিল এই সিনেমা। তবে সেন্সরের সমস্ত বাঁধা বিপত্তি কাটিয়ে ভারতের মুক্তির দিনই বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। সন্ধ্যা ৬ টা থেকে শুরু হয় প্রথম শো। সে দেশের ছবির ডিস্ট্রিবিউটর অনন্য মামুন জানালেন, ২৩৭টি শো রয়েছে সিনেমাটির। ৪৮ টি সিনেমা হলে এই সিনেমা দেখানো হচ্ছে। ভারতের মতোই ‘জাওয়ান’- এর রমরমা বাংলাদেশেও এক।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img