নিজস্ব প্রতিনিধি , কলকাতা – তীব্র আশা ও উত্তেজনা জাগিয়ে আজ অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের বহু আকাঙ্ক্ষিত ছবি ‘জাওয়ান‘। এই ছবি দেখার জন্য এতদিন ধরে কার্যত চাতক পাখির মত দিন গুণ ছিলেন শাহরুখ খানের অনুরাগীরা। চলতি বছরের শুরুতে ‘পাঠান’- এর পর অন্যতম মেগা ছবি হতে চলেছে কিং খানের ‘জওয়ান’।
ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রান্তের হলের সামনে দেখা যাচ্ছে লম্বা লম্বা লাইন। কোথাও কোথাও এমনও দেখা গেছে রাতভর বৃষ্টি মাথায় নিয়েও লাইনে দাঁড়িয়ে আছেন ভক্তরা। শুধুমাত্র ‘জাওয়ান’- এর জন্য কেউ কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আবার কেউ কেউ ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। আজ ভোর ৫টা থেকে ‘জাওয়ান’ সিনেেমা দেখানো হয়ে গেছে। ইতিমধ্যেই অনেকগুলোো শো হয়ে গেছে। তারপরেও লাইনের কোন কম নেই। রাস্তা জুড়ে কিলোমিটারের পর কিলোমিটার শাহরুখ খান অনুরাগীরা লাইন জমিয়েছেন।
গোটা দেশ তথা বিশ্ব কাঁপছে ‘জাওয়ান’ জ্বরে। তার খাতায় নাম লেখাতে বাদ যায়নি কলকাতাও। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, কলকাতার বিভিন্ন এলাকায় আজ ভোর থেকে শুরু হয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। এর মধ্যেও প্রত্যেকটা মাল্টিপ্লেক্সের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। এই প্রথমবার বাংলায় ১৭০ টিরও বেশি হলে ফাস্ট ডে ফার্স্ট শো এর সমস্ত টিকিট শোল্ড আউট শুধুমাত্র ‘জাওয়ান’ – এর জন্য।
নিউটাউন, সল্টলেক থেকে শুরু করে বেহালা, রায়গঞ্জ, দমদম এবং জেলার বিভিন্ন জায়গায় এলাকা জুড়ে ভিড় জমেছে হলের সামনে। এক মাল্টিপ্লেক্সের হল ম্যানেজার জানিয়েছেন,” এর আগে কখনো ভোর পাঁচটায় শো রাখা হয়নি। প্রথমবার ‘জাওয়ান’ এর জন্য ভোর পাঁচটায় শো রাখা হয়েছে। সেটাও সোল্ড আউট। শুধুমাত্র হিন্দিতে না অন্যান্য ভাষাগুলিতেও টিকিট প্রায় নেই বললেই চলে”।
শাহরুখ খানের ফ্যানেরা হলে টিকিট কাউন্টারের শাহরুখ খানের ছবিতে মালা পড়াচ্ছেন। কেউ কেউ বলছেন,” বাবা ও ছেলে পুরো কাঁপিয়ে দিয়েছে সিনেমা হল”। আবার কেউ কেউ বলছেন,” ‘জাওয়ান-২’ দেখতে চাই”।