23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মধ্যরাতেও হাউসফুল , রায়গঞ্জে রেকর্ড গড়লো জাওয়ান

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে এখন শুধু একটাই গুঞ্জন শাহরুখ আর শাহরুখ। গত ৭ই সেপ্টেম্বর অ্যাটলির পরিচালনায় মুক্তি পেয়েছে কিং খানের ‘জাওয়ান‘। দীর্ঘ চার বছরের অবসানের পর বলিউডের কিং যে আবারও ফিরে এসেছে তা প্রমাণ করে দিলেন শাহরুখ খান। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ ঝড়ে উড়ে গিয়েছিল সমস্ত ব্লকবাস্টার সিনেমা। তারপর ঠিক ৬ মাস পর রীতিমতো ‘জাওয়ান’ জ্বরে কাঁপচ্ছে গোটা বিশ্ব।

    বৃহস্পতিবার ভোর পাঁচটাতেই দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে সিনেমা মুক্তি পায়। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জুড়ে লম্বা লম্বা লাইন। বেশ তারপরই শুরু হয় কম্পিটিশন। প্রথম দিনই প্রায় ৭৫ কোটির ব্যবসা করে যা বলিউডের ইতিহাসে প্রথম। দ্বিতীয় দিনে আরো ৫৩ কোটি। দুদিন মোট প্রায় ১৩০ কোটি আয় করে ফেলেছে।

    এরই মাঝে একজন ব্যক্তি অভিযোগ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অ্যাটলি ১৯৮৯ সালের তামিল চলচ্চিত্র ‘থাই নাডু’এর সিনেমা দেখে বানিয়েছে। সেখানেও সত্যরাজ শাহরুখের মতো পিতা ও পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। জওয়ানের অরিজিনাল তামিল সংস্করণ – ১৯৮৯”। অনেকের মন্তব্য করেন সেটি ভুল কথা।

    এতকিছুর পরও কিছুতেই হল টিকিট ম্যানেজ করা যাচ্ছে না। অগ্রিম বুকিং শুরু হবার কিছু ঘন্টার মধ্যে যখন একের পর এক শোয়ের টিকিট সোল্ড আউট হতে থাকে। সেই সময় বাকি অন্যান্য সব মুভিকে বাতিল করে পুরো সিনেমা হল জুড়ে ‘জাওয়ান’ চালানোর সিদ্ধান্ত নেন। তাও কিছুতেই কোলাতে পারছিলেন না হল কর্তৃপক্ষ। ভোর পাঁচটা থেকে একাধিক সিনেমা হলে শো চলছে। কিন্তু মধ্যরাতের শো? তাও একটাও সিট ফাঁকা নেই। কলকাতার পাশাপাশি রায়গঞ্জের এসভিএফ সিনেমা হলে রাত ২.১৫-এর শো চালু করা হয়েছে।

    আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মহেন্দ্র সোনি লিখেছেন,”রাত ২.১৫ এর শো। এসভিএফ সিনেমা রাজগঞ্জ নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছে। ‘জাওয়ান’ “। কেউ কেউ কমেন্ট করেছেন, “পশ্চিমবঙ্গে অন্তত কলকাতার সমস্ত হলে মধ্যরাতে সিনেমা দেখানোর অনুমতি দেওয়া উচিত। জওয়ানের মতো ছবির অনেক দর্শক এসব শো দেখতে আসবে”। অন্য আরেক ব্যক্তি লিখেছেন, “এটাই শাহরুখকে নিয়ে উন্মাদনা। ভীষণ ভালো লাগল দেখে”।

    বাদশা নিজের রেকর্ড তৈরি করে আবার সেই রেকর্ড নিজেই ভেঙ্গে চুরমার করে দিলেন। ‘জাওয়ান’ দেখে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বাংলা ইন্ডাস্ট্রি এবং হিন্দি ইন্ডাস্ট্রি তো বটেই সকলেই প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তা জানান সকলে।

    দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” ‘জাওয়ান’, ব্লকব্লাস্টার সিনেমা। অ্যাটলি কিং খানকে সঙ্গে নিয়ে কিং সাইজ বিনোদন উপহার দিলেন। ওঁর কেরিয়ারের এটা সেরা ছবি। শাহরুখের ক্যারিশমা, ওঁর জ্যোতির সঙ্গে কেউ নিজেকে মেলাতে পারবে না। আগুন ধরিয়ে দিয়েছিল জাস্ট স্ক্রিনে। জওয়ান নিজেই নিজের রেকর্ড ভাঙবে।’ সেই পোস্ট শেয়ার করে শাহরুখ খান উত্তরে লেখেন, “ধন্যবাদ জানান মহেশ বাবু এবং তাঁর পরিবারকে”।

    পরিচালক এসএস রাজামৌলি লেখেন, “এই জন্যই শাহরুখ খানকে বক্স অফিসের বাদশা বলে। কী দুর্দান্ত শুরু হল ছবিটির”।

    অন্যদিকে বলিউডের এক নম্বর প্রযোজক শাহরুখের একটি ছবি পোস্ট করে লেখেন,” সম্রাট!” অন্যদিকে সিনেমা হলের স্ক্রিনের ছবি স্টোরি দিয়ে অর্জুন কাপুর লিখেছেন,”দারুণ ভালোর একমাত্র রাজা হলেন শাহরুখ খান। নয়নতারা তোমাকে সাদর আমন্ত্রণ জানাই, এত দ্রুত তোমায় যেতে দেওয়া হবে না। অ্যাটলি স্যার অনবদ্য”।

    শুট আউট অ্যাট ওয়াডালা ছবির পরিচালক সঞ্জয় গুপ্তা লেখেন,”আমি ‘জাওয়ান’ দেখে এলাম। আর মনে হল এটা শেয়ার করা উচিত। ৯০ দশকে যখন আন্ডারওয়ার্ল্ডের তরফে ফিল্ম স্টারদের বুলি করা হতো এবং সেটা চরম সীমায় পৌঁছেছিল তখন একমাত্র শাহরুখ খান হাল ছাড়েননি। উনি তখন বলেছিলেন গুলি করতে চান? করে দিন। কিন্তু আপনাদের জন্য কাজ করব না। আমি পাঠান। উনি আজও ঠিক একই রকম আছেন”।

    দর্শকদের প্রতিক্রিয়া বরা বার উৎফুল্লপূর্ণ। সিনেমা হল থেকে বেরোচ্ছে আর একটাই কথা বলছে ফাটিয়ে দিয়েছে। কেউ কেউ আবার বলছে ‘জাওয়ান-২’ দেখতে চাই। অন্য অনেকে বলছে সিনেমায় মনেই হচ্ছেনা কিং খানের বয়স ৬০ বছর হতে যায়। তাকে ৩০ বছর লাগছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img