23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শুনতে খারাপ লাগলে এটাই সত্যি , জাওয়ান নিয়ে বিস্ফোরক মন্তব্য কেআরকে’র

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে বৃহস্পতিবার ভোর পাঁচটা মুক্তি পেয়েছে কিং খানের ‘জাওয়ান‘। বলিউডের ইতিহাসে প্রথম হিন্দি সিনেমা যা সমস্ত ব্লকবাস্টার সিনেমাকে টপকে দিয়েছে। একদিনে ভারতে প্রায় ১০০ কোটি ব্যবসা করেছে। প্রথম দিনেই সারা বিশ্বে আয় হয় ১৫০ কোটি। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ একদিনে ভারতে আয় করেছিল ৫৮ কোটি। তারপর কিং খান নিজের রেকর্ড নিজেই ভেঙে গুড়িয়ে দিলেন।

    বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী প্রথম দিনেই হিন্দিতে প্রায় ৬৫ কোটি, তামিলে ৫ কোটি এবং তেলেগুতে ৫ কোটি। দক্ষিণে মাত্র ১০ কোটির ব্যবসা করেছে। তাই বলা হচ্ছে দক্ষিণের দর্শকরা এখনও হিন্দি ছবিকে ঘৃনা করেন। বলিপাড়ার অন্যতম বিতর্কিত চরিত্র KRK সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,”জওয়ান ছবিটি পুরো দক্ষিণে মাত্র ১০ কোটি টাকার ব্যবসা করেছে। এটাই প্রমাণ করে যে দক্ষিণের লোকজন বলিউডকে ঘৃণা করে। তাঁরা বলিউডের ছবি দেখতে পছন্দ করেন না। জওয়ান ছবির পরিচালক নিজে তামিল এবং এখানে দক্ষিণের একাধিক অভিনেতা রয়েছেন। তারপরেও এই হাল। এদিকে হিন্দির দর্শকরা #KGF2 #Pushpa2 #Bahubali2 #RRR দেখতে গিয়েছিলেন বোকাদের মতো”।

    সেই পোস্টের কমেন্টে গিয়ে কেউ কেউ লিখেছেন,”তবে দক্ষিণে যাঁরা এই ছবি দেখেছেন তাদের বেশিরভাগেই কিন্তু হিন্দিতেই জওয়ান দেখেছেন, তামিল বা তেলুগুতে নয়। আপনি হয়ত সেটা খেয়াল করেননি”। অন্য একজন লেখেন,”কিং খানের জলবা সব জায়গাতেই রয়েছে”। অন্যদিকে কেউ কেউ KRK কথার সঙ্গে মিলিয়ে লেখেন,”শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।’ কারোর দাবি, ‘দক্ষিণের মানুষ বলিউডের ছবি নয়, বলিউডের রাজনীতিকে ঘৃণা করে।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে”।

    কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া অন্যরকমই। তারা বলছেন সরকারের উদাসীনতা, কৃষকদের আত্মহত্যা, নানা দুর্নীতি, স্বাস্থ্যসেবার অপব্যবহার, জনবসতি এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার এবং ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র মতো বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সিনেমাতে। এই বিষয়গুলির ওপর যা আগে অন্য কোনো হিরো করে দেখাতে পারেনি তা আজ কিং খান করে দেখিয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img