23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    রীতিমত গা জ্বালা করত আমার , জাওয়ান নিয়ে বিস্ফোরক দাবি প্রশান্তের

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গত ৭ই সেপ্টেম্বর শাহরুখ অভিনীত ‘জাওয়ান‘ মুক্তির পাবার পর থেকেই সিনেমার নানা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। কে কে অভিনয় করেছে? কোন কোন বিষয়কে তুলে ধরা হয়েছে সমস্তটাই। অনেক না জানা তথ্য তুলে ধরলেন শাহরুখ খানের বডি ডাবল প্রশান্ত ওয়ালড

    প্রশান্ত ওয়ালড জানিয়েছেন তিনি তার অভিনয় জীবনে প্রথমবার প্রস্থেটিক মেকআপ নিয়েছেন। তিনি জানান,” আমার জীবনে এই প্রথমবার এমন প্রস্থেটিক মেকআপ করিয়েছি। এই লুকে প্রায় এক মাস ধরে শুট করেছি। কেমিক্যাল ব্যবহার করা হতো বলে রীতিমত গা জ্বালা করত আমার। কিন্তু এটা একদিন অন্তর অন্তর করা হতো। তাই অত সমস্যা হতো না। আমার পরিবার আমার এমন লুক দেখে দারুণ মজা পেয়েছিল”।

    মেকআপ করার প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলেন, “ভীষণ নিখুঁত ভাবে মেকআপের কাজ করা হত। যাতে ব্যান্ডেজের শেড বদলে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখা হত। বয়স্ক সাজানো হয়েছিল যখন সেই লুক বা মেকআপ যাতে এক থাকে সেই বিষয়েও বিশেষ নজর দেওয়া হতো। অ্যাটলি স্যার প্রতিটা বিষয়ে নজর দিতেন”।

    তিনি আরও বলেন,”সরকারি হাসপাতালের মধ্যে যে সিনটি দেখানো হয়েছে সেটাতে খুব রিস্ক ছিল। ১৮ সেকেন্ডের মধ্যে ২৮ টা ব্লাস্ট করা হয়েছে। আমাদের যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সিনে যেভাবে ভয়াবহ সব ব্লাস্ট হয়েছিল কী বলব। সেখানে অনেক ক্যামেরা সেটাপ ছিল। গোটা সিনটা এক টেকে নেওয়া হয়েছিল”।

    শেষ দৃশ্যে কখন কার ভূমিকায় অভিনয় করেছিলেন সেই সমন্ধে প্রশ্ন করায় তিনি জানান, “কখনও শাহরুখ ভাই আজাদের চরিত্র করত, কখনও বিক্রম রাঠোরের। উনি যেটা করতেন তার উল্টো চরিত্রটা আমি করতাম”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img