23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    এবার জিতের সঙ্গে জুটি বাঁধলেন ইন্ডিয়ান আইডল খ্যাত বনগাঁর অরুণিতা

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ‘ইন্ডিয়ান আইডল’ শোয়ের মাধ্যমে মিউজিকের দুনিয়ায় পা রাখেন অরুণিতা আর পবনদীপ। ২০২১-এর ইন্ডিয়ান আইডল বিজেতা হন পবনদীপ রাজন, এবং আর রানার্স আপ হন বনগাঁর অরুণিতা কাঞ্জিলাল। এরপর থেকেই জনপ্রিয়তা লাভ করেন তারা। একের পর শো, রেকর্ডিং করেন। কিছুদিন আগে দুজনে ‘সুপার সিঙ্গার সিজন ২’-র মেন্টর ছিলেন। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন। সম্প্রতি সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় তাদের নিয়ে গান রেকর্ড করে ফেলেছেন।

    গত সোমবার জিৎ গঙ্গোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,”হাই ফ্রেন্ডস! আমি আমার নতুন গান নিয়ে আসছি…আমার দুই দেবদূত পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে”। আবার মঙ্গলবার আরেকটি পোস্ট করে লিখেছেন,”আরও একটা মিউজিক্যাল যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করুন। পবনদীপ রাজন এবং অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে মিলে আরও একটা মাস্টারপিস আনছি। আমাদের সঙ্গে থাকুন”।

    মিউজিক ভিডিয়োটির নাম রেখেছেন ‘ইস দিল কো’। পোস্টারে পবনদীপ, অরুণিতা ও সঙ্গে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়ও। রূপজিৎ প্লেহেড স্টুডিওতে ইতিমধ্যেই গান রেকর্ড হয়ে গেছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img