নিজস্ব প্রতিনিধি , কলকাতা – মাস ঘুরলেও এখনও টলি পাড়ায় চর্চিত বিষয় নবনীতা দাস ও জিতু কমলের ডিভোর্স। দর্শকদেরও খুব কাছের তারা। মাস খানেক আগে আচমকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন জিতু। এই কাপেলের ডিভোর্সের কথা টলি পাড়াকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছিল। শুধু টলিপাড়াকে না , মন ভেঙেছিল তার দর্শকদেরও। তারপরই শোনা যায় নবনীতার নতুন সম্পর্ক নিয়ে। সেসবের মধ্যেই এদিন নবনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন জিতু।
গত ২৯ শে জুন সোশ্যাল মিডিয়া মারফত তাদের ডিভোর্সের কথা জানিয়েছিল জিতু। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবন শেষ হয় সেদিনই। গত বছর ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চেতেও একসঙ্গে দেখা গিয়েছিলো তাদের। হঠাৎ ঠিক কি হয়েছে কেউই বুঝতে পারেননি। গত ফেব্রয়ারিতে মাসেই আইনি বিচ্ছেদের আবেদন জানিয়েছেন নবনীতা। তারপর ৬ মাসের নোটিশ। আগস্টেই শেষ হয়েছে সেই মেয়াদ। সেপ্টেম্বরের ডিভোর্সের শংসাপত্র পেয়ে যাবেন এবং পাকাপাকিভাবে আলাদা হবে দুজনে।
এরইমাঝে প্রশ্ন উঠছে আবারও কি বিয়ে করতে চলছেন অভিনেত্রী ? সম্প্রতি , স্নেহাল অধিকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। পেশায় ব্যবসায়ী স্নেহাল অধিকারী। কিছুদিন আগে গোয়ার হোটেলের বারান্দায় দেখা মিলেছে নবনীতার। সেই একই লোকেশনে ছবি পোস্ট করেছেন স্নেহালও। প্রশ্ন করায় অভিনেত্রী জানান,” স্নেহাল আমার নতুন বন্ধু। কয়েক মাস হল আলাপ হয়েছে। তার সঙ্গে তো এমন কোনও কথা রটা উচিত নয়”।
গত সোমবার ছিল জিতুর জন্মদিন। কিছুটা দায় সাড়া ভাবেই শেষরাতে সোশ্যাল মিডিয়ায় বরকে শুভেচ্ছা জানায় নবনীতা। ছোটপর্দা থেকে বড়পর্দা , জিতুর সব কিছুকেই ম্লান করে দিচ্ছে ডিভোর্সের চর্চা। এরমধ্যেই নবনীতা ও স্নেহালের সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন জিতু। জিতু জানান, ” আমার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের টানাপোড়েন নিয়ে মন্তব্য করে ভুল করেছন। আমি পরিণত হয়ে সেই ভুল করতে পারি না। এখন ও নিজের ভুলটা বুঝতে পারে”।
এদিকে নবনীতা জানান, “ইগোর কারণেই আলাদা হয়েছেন তারা। তৃতীয় ব্যক্তি এখানে কেউ নেই”। জীতুকে নবনীতা স্নেহালের সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করায় জিতু বলেন,” তাদের সম্পর্ক আমাকে ভাবায় না। একজন মানুষ নিজে ঠিক করবেন। কী করবেন এবং কি করবেন না। তবে এই নিয়ে আমার কিছু ভাবনা নেই’।