নিজস্ব প্রতিনিধি , চেন্নাই – তামিল ইন্ডাস্ট্রির অন্যতম ও জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক জি. মারিমুথু হঠাৎই শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। মাত্র ৫৮ বছর বয়েসে প্রয়াত হলেন জি. মারিমুথু। এদিন সকাল ৮.৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এই অভিনেতার।
সম্প্রতি জি. মারিমুথুকে ‘জেলার’ ছবিতে দেখা গিয়েছিল। তারপর এথিরনীচলের ডাবিং করার সময়ই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ‘জেলার’ ছবিতে তার অভিনয় সকলের খুব ভালো লেগেছে। দুই ছেলে ও স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। হঠাৎ জি. মারিমুথুরের মৃত্যুতে পরিবার সহ তামিল ইন্ডাস্ট্রির সকলেই শোকাহত।
সান পিকচার্স প্রযোজনা সংস্থা থেকে তার ছবি পোস্ট করে সমবেদনা জানিয়েছেন। ছবি পোস্ট করে তারা লেখেন,”শ্রদ্ধা, আপনার কাজ সবসময় মনে থাকবে। রেস্ট ইন পিস মারিমুথু”। এছাড়াও মনোবল বিজয়বালান সমবেদনা জানিয়ে লিখেছেন,”জি মারিমুথুকে সম্প্রতি জেলার ছবিতে দেখা গিয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন”।