নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন – আগামী ৯-১০ সেপ্টেম্বর রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর। চলতি বছরে জি-২০ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। এই উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রাজধানী। জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। যদিও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসবেন না। তার পরিবর্তে জি২০ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রিমিয়র লি কিয়াং। এমনকি রাশিয়ার প্রেসিডেন্টও আসছেন না এই সম্মেলনে। এদিকে জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট অংশ না নেওয়ায় হতাশ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ‘শি জিনপিং দিল্লিতে না আসায় আমি হতাশ। তবে আমার সঙ্গে তার খুব শীঘ্রই দেখা হতে চলেছে’। উল্লেখ্য, আগামী নভেম্বর মাসে আমেরিকার সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত হবে এপিইসি কনফারেন্স। সেই সম্মেলনে দেখা হতে পারে বাইডেন ও জিনপিংয়ের। জি-২০ গোষ্ঠীর ১৯ টি দেশ হল – ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।