নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আজ তার জন্যই জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী। তিনি আর কেউ নন , কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই বঙ্গ রাজনীতিতে। বেশ কিছুদিন পর আবার নতুন করে চাওর হলো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম। এদিন প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের বার্ষিক রিপোর্ট। সেই বই আকারে রিপোর্টে সেখানে স্থান পেয়েছে হাইকোর্টের বিচারপতিদের দেওয়া সেরা রায়গুলি। আর তাদের মধ্যে জায়গা করে নিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ও।
নিয়োগ দুর্নীতিতে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য। এসএসসি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ একাধিক ক্ষেত্রে হয়েছিল দুর্নীতি। আর তখন চাকরিপ্রার্থীদের জীবনে ভগবান হয়ে এসেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছিলেন।
আর তারপরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। তারপর তো সেই সূত্র ধরে একের পর এক অনেক শাসক-শিবিরের নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছে এই ঘটনায়। চাকরিপ্রার্থীদের অনেকেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নজিরবিহীন পদক্ষেপকে ঘিরে উচ্ছাস প্রকাশ করেছিলেন। আর এবার সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রায়কেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের সেরা রায় বলে উল্লেখ করা হয়েছে। তবে শুধু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন, আরও একাধিক বিচারপতির রায়কে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। যেমন প্রত্যেক জীবের বাঁচার অধিকার রয়েছে তা নিয়ে রায় দিয়েছিল বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। সেই রায় এই রিপোর্ট উল্লেখ আছে।
এছাড়াও বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের আয়কর সংক্রান্ত একটি রায়কে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই রায়কে বছরের সেরা রায় বলে উল্লেখ করা হয়েছে। আবার অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত করানোর রায়ও এই তালিকায় আছে।