নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিপাড়ায় চর্চিত নামের মধ্যে অন্যতম শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। ২০২১ সালে তাদের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়েছিল। তবে সে চর্চা এখনও চলছে। তাদের সম্পর্ক নিয়ে প্রথম মুখ খোলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। পিঙ্কি বন্দোপাধ্যায় জানান,” তার এবং কাঞ্চনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসেছে সে হলো শ্রীময়ী”। এ বিষয়ে প্রশ্ন করায় দুজনের কেউই সেই উক্তি মেনে নেননি।
তবে গত কয়েক বছরে কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক বেশ গাঢ় হয়েছে। বর্তমানে কাঞ্চন ও পিঙ্কি একসঙ্গে থাকেন না। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পার্টি প্রায় সব জায়গাতেই একসঙ্গে দেখা যায় কাঞ্চন ও শ্রীময়ীকে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী এবং কাঞ্চনের দুটি ছবি পোস্ট করেন। ২০১২ এর একটি ছবি ও ২০২৩ এর একটি ছবি। ক্যাপশনে লেখেন,”২০১২-২০২৩,আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ। আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন সব সময় অটুট থাকে”।
ছবি পোস্ট করার পরেই ধেয়ে আসে নানা বিতর্কিত কথা। নেটিজেনরা বলেন,” আরে বন্ধু কেনো বলছ, বলো প্রেম করছ। আর লজ্জা দিও না প্লিজ”। আরেক জন বলেন, “রাখী পরিয়ে একটা ছবি দাও দেখি”। কিছুদিন আগে তৃণমূল নেতা মদন মিত্রর ছবি ‘ওহ লাভলি’র স্ক্রিনিংয়ে’ একই কালারের পোশাকে নজর কেড়েছেন শ্রীময়ী এবং কাঞ্চন। এছবি দেখে নেটিজেনরা নাম দিয়েছে ‘শোভন-বৈশাখী লাইট’। বর্তমানে ডিভোর্সের মামলা চলছে কাঞ্চন ও পিঙ্কির। অভিনেতা এও জানিয়েছেন পিঙ্কি তাকে তার ছেলের সঙ্গেও দেখা করতে দেয়না। সম্প্রতি , কাঞ্চনকে দেবের ‘প্রধান’ সিনেমায় দেখা যাবে।