23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ১০০ ডিগ্রী ভোলবদল , শাহরুখের জাওয়ানের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – গোটা বিশ্ব জুড়ে ‘জাওয়ান’ জ্বরে কাঁপছে সকলে।’পাঠান‘- এর পর কিং খানের বহু আকাঙ্ক্ষিত ছবি ‘জাওয়ান‘। বক্স অফিসের সমস্ত ব্লকবাস্টার সিনেমাকে পেছনে ফেলে ‘জাওয়ান’ একদিন ১০০ কোটি আয় করেছে। দীর্ঘ চার বছর পর সিনেমা জগতে ফিরে এসে নিজেই রেকর্ড তৈরি করে আবার সেই রেকর্ড নিজেই ভেঙ্গে চুরমার করে দিলেন। ‘জাওয়ান’ দেখে দক্ষিণী ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি এবং হিন্দি ইন্ডাস্ট্রির সকলে প্রশংসায় পঞ্চমুখ। বলিউডে সবার সঙ্গে বিরুদ্ধে কথা বলা কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াতও।

    জন্মাষ্টমীর দিন মুক্তি পায় ‘জাওয়ান’। ভোররাত থেকে দেশের বিভিন্ন হলের সামনে ভিড় জমিয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তা জানান সকলে। এরই মাঝে বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় স্টোরি দিয়ে লেখেন,” নব্বইয়ের দশকের রোম্যান্টিক লাভার বয় থেকে এক দশক ধরে স্ট্রাগল করে দর্শকদের সঙ্গে নিজের কানেকশন বানান ৪০-৫০ বছর বয়সে এসে। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান সেটা বাস্তব জীবনেও কিছু কম সুপার হিরোইক নয়”।

    কঙ্গনা আরও লেখেন,”আমার এখনও সেই সবসময়ের কথা মনে আছে যখন লোকজন তার বিরুদ্ধে লিখত, ওঁর পছন্দকে হ্যাটা করত। কিন্তু তার স্ট্রাগল বরাবর মাস্টার ক্লাসের ছিল। যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয় তাঁদের নিজেদেরকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এভাবেই। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ইশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায় সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img