23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    টাকার বিনিময়ে কন্যাশ্রীর ফর্ম, বিতর্কে মালদহের স্কুল

    নিজস্ব প্রতিনিধি, মালদহ- মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হল কন্যাশ্রী প্রকল্প। আর সেই প্রকল্প নিয়ে এবার বড়সড় অভিযোগ উঠল। কন্যাশ্রীর ফর্ম বিলি করা হচ্ছে টাকার বিনিময়ে এমনই অভিযোগ উঠল মালদহের একটি স্কুলে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয় ঘেরাও করে অভিভাবকদের একাংশ। আর বিক্ষোভের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হলেন প্রধান শিক্ষক।

    সূত্রের খবর, শনিবার হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী ফর্ম বিলি করা হচ্ছিল। সঙ্গে ১০০ টাকা করে নিচ্ছিলেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এমনটাই অভিযোগ। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রীদের অভিভাবকরা। রীতিমত ঘেরাও করেন প্রধান শিক্ষককে। এরপর বাধ্য হয়ে টাকা ফেরত দেন প্রধান শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর আগেও সবুজ সাথীর সাইকেল দেওয়ার নাম করে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৬০ টাকা করে নিয়েছেন।

    এই প্রসঙ্গে এক অভিভাবক জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের পড়াশোনা করানোর জন্য বিনামূল্যে কন্যাশ্রী সুবিধা দিচ্ছেন। আর এই স্কুলের প্রধান শিক্ষক কন্যাশ্রীর নাম করে টাকা নিচ্ছেন। কেন টাকা নেওয়া হচ্ছে জিজ্ঞাসা করে হলে জানাচ্ছেন বাইরে থেকে কাজ করিয়ে আনতে হয় তাই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু কেন বাইরে থেকে করানো হবে? আর আমরা টাকাই বা দেবো কেন?”

    প্রধান শিক্ষক টাকা নেবার বিষয়টি স্বীকার জানান, “এই কন্যাশ্রী প্রকল্পের ফর্ম স্কুলের বাইরে থেকে স্ক্যান করে আপলোড করাতে হয়। কিছু খরচ আছে। তাই এই টাকা নেওয়া হচ্ছিলো। তবে অভিভাবকরা যেহেতু অভিযোগ তুলেছেন তাই আর টাকা নেওয়া হবে না।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img