23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কংগ্রেসের ২ গোষ্ঠীর সংঘর্ষ , লজ্জায় মাথা হেঁট কৌস্তভের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে মহাজাতি সদনে কংগ্রেসের তরফে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে সেখানে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী প্রবেশ করতেই শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতির। বচসা থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায় পরিস্থিতি। মূলত কৌস্তভের অনুগামী এবং কংগ্রেসের অন্য একটি দলের মধ্যে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

    সূত্রের খবর , সোমবার কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষ্যে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতে আমন্ত্রণ জানানো হয়নি কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে‌। তবে তিনি আগেই জানিয়েছিলেন আমন্ত্রণ জানানো না হলেও তিনি যাবেন। সেই কথা এদিন যথা সময়ে মহাজাতি সদনে উপস্থিত হয় কৌস্তভ। আর তাতেই বাঁধে বিপত্তি। কৌস্তভের অভিযোগ , মহাজাতি সদনে ঢোকার আগেই তাকে বাধা দেওয়া হয়। অনুগামীদের গায়ে হাতও তোলা হয়।

    এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌস্তভ বাগচী জানান , এখানে আমাদের ছেলেদের গায়ে হাত তোলা হয়েছে। দিনের পর দিন এই অপমান চলতে পারে না। আমি দলের বাইরে নই। দল থেকে আমাকে তাড়ানোর জন্য এসব ছক কসা হয়েছে। আমি এখান থেকে তৃণমূল বিরোধী আওয়াজ তুলি বলে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হলো।”

    কৌস্তভের আরও দাবি, “আমার উপর আক্রমণের পরিকল্পনা ছিল , তা না পেরে আমার ছেলেদের উপর হামলা করেছে। যাতে আমি রিঅ্যাক্ট করি। আমি দলের নেতৃত্বের কাছে বিচার চাইব।” তবে এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি একজন প্রদেশ সভাপতি। আমি কী জানি এগুলো কি? আমি ছাত্র পরিষদের অনুষ্ঠানে এসেছি। কে কোথাকার এসব জানা নেই আমার।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img