23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কৌস্তভ পাঠালেন চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে, চিঠির বিষয়বস্তু কি?

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা – সম্পর্ক যে একেবারে মধুর নয়, তা জানেন সকলেই। এক তরফ থেকে ক্রমাগত তীক্ষ্ণ বাণ চলতেই থাকে; অপর তরফ প্রত্যক্ষ ভাবে কিছু না বললেও দলের কর্মীরা আক্রমণ করতে বিন্দুমাত্র ভোলেন না। এমন অবস্থাতেই একজনের কাছ থেকে চিঠি গেল আরেকজনের কাছে।

    কথা বলছি আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৌস্তভ চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

    আসলে কৌস্তভ চিঠি পাঠিয়েছেন গ্রুপ ডি চাকুরিপ্রার্থীদের হয়ে। সেখানে কৌস্তভ উল্লেখ করেছেন, গ্রুপ ডি চাকুরিপ্রার্থীরা গত ৩৮৪ দিন ধরে অবিরত মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে, গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন। ওদের দিকে আপনি ফিরেও তাকাননি। না ওদের নিয়োগের ব্যবস্থা হয়েছে। এরা আপনারই নিজস্ব P&AR (Personnel and Administrative Reforms) দপ্তরের নিয়ন্ত্রণাধীন বঞ্চিত প্রার্থী।

    কৌস্তভ চিঠিতে আরও উল্লেখ করেছেন, এরা বহুবার আপনাকে চিঠি পাঠিয়েছে, মেইল করেছে। কিন্তু কোনও সদুত্তর পায়নি। আগামী, ২৭ সেপ্টেম্বর তাঁদের এই আন্দোলন ৪০০ দিনে পড়বে। আপনার কাছে বিনীত অনুরোধ এদের প্রশ্নের উত্তর দিন। এদের আশ্বস্ত করুন। ‘আমি আশা করছি আপনি এই সম্পূর্ণ বিষয়টি হৃদয় দিয়ে দেখবেন। আপনার সাক্ষাৎকার একান্ত কাম্য’।

    কৌস্তভ বাগচীর এই ধরনের চিঠি পাঠানোর সঠিক ব্যাখ্যা এখনও কিছু পাওয়া যায়নি। তবে মুখ্যমন্ত্রীর একপ্রকার হস্তক্ষেপই চেয়েছেন তিনি, বলে মনে করা হচ্ছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img