নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – খড়গপুর ডিভিশন রেলওয়ে পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আগামী রবিবার বরদা ও মহিষাদল স্টেশনের মধ্যে লাইনের ব্রিজের কাজের জন্য আপ ৩৮০৫৩ হাওড়া হলদিয়া লোকাল যেটি হাওড়াতে সকাল ৯-২০ মিনিট ছাড়ে ওই ট্রেনটি মেচেদা ও হলদিয়ার মধ্যে বাতিল থাকবে অর্থাৎ হাওড়া থেকে যে ট্রেনটি হলদিয়াতে আসতো সেই ট্রেনটি এদিন হলদিয়া আসবেনা।
অন্যদিকে, ডাউন ট্রেন ৩৮০৫৪ হলদিয়া পাঁশকুড়া লোকাল যেটি হলদিয়ায় ছাড়ে সকাল ৯-৫০ মিনিটে সেই ট্রেনটি সম্পূর্ণ বাতিল করা হয় এদিন। একই সাথে ৩৮০৫৬ হলদিয়া হাওড়া লোকাল যেটি হলদিয়ায় ছাড়ে দুপুর ২:৩৫ মিনিটে হলদিয়া স্টেশন থেকে এক ঘন্টা দেরিতে ছাড়বে সেটি অর্থাৎ ৩:৩৫ এ ছাড়বে ঐ ট্রেনটি। খড়গপুর ডিভিশনে রেলওয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।