নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর দুর্গা পুজোর কাঠামো পুজো হয়ে গেল আজ। জন্মাষ্টমীর দিনে নান্দোৎসব ও কাঁদো খেলার মাধ্যমে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের ৫১৪ বছরের দুর্গা পুজোর কাঠামো পুজো হয় এদিন।
প্রাচীন রাজ পরিবারের ঐতিহ্য মেনে দুর্গা পুজোর কাঠামো পুজো করেন রাজ পরিবারের সদস্যা লিণ্ডা বসু ও কুল পুরোহিত শিবু ঘোষাল। এবছর জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুর্গা পুজো ৫১৪ বছরে পড়ল। আজ জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গা মন্দিরে দুর্গা পুজোর কাঠামো পুজো করেন রাজ পরিবারের কুল পুরোহিত শিবু ঘোষাল। উপস্থিত ছিলেন রাজ পরিবারের সদস্য সৌম বসু, লিন্ডা বসু।
কাঠামো পুজো শেষে স্থানীয় কিশোররা জন্মষ্টমীর কাঁদাখেলায় মেতে ওঠেন।