নিজস্ব প্রতিনিধি , পিয়ংইয়াং – গত মাসের শেষের পরপর মিসাইল টেস্ট করেছে উত্তর কোরিয়ার অন্যনেতা শক্তিশালী নেতা কিম জং উন। তারপরই জল্পনা উঠেছিল উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া করবে রাশিয়া। এবার সেই জল্পনা সত্যি হলো। চলতি মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন কিম জং উন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকও করবেন তিনি। এদিন এমনটাই দাবি করেছে আমেরিকা। তবে এই দাবি সত্যি হলে তা আমেরিকার জন্য যথেষ্ট মাথাব্যথার কারণ। বলে রাখা ভালো , বিশ্ব রাজনীতিতে যেমন চীন-রাশিয়া আমেরিকার অন্যতম শত্রু , ঠিক তেমন ভাবেই উত্তর কোরিয়াও আমেরিকার অন্যতম শত্রু।
এদিন সন্ধ্যায় উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম দাবি করেছে , উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়া করতে ইচ্ছুক রাশিয়া। আবার এই মহড়ায় অংশ নিতে চায় চীনও। এরপরই নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিকের দাবি, চলতি মাসেই রুশ শহর ভ্লাদিওভোস্তকে বৈঠকে বসতে চলেছেন পুতিন ও কিম। একইসঙ্গে আগামী মাসে বৈঠক হতে চলেছে চীন-রাশিয়ার। সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে আমেরিকার বিরুদ্ধে নতুন কোনো নীতির পরিকল্পনা চলছে বলেই মনে করছে মার্কিন প্রশাসন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বৈঠকের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে মত বিশেষজ্ঞ মহলের। এছাড়াও উত্তর কোরিয়াকে ঢাল করে আমেরিকার বিরুদ্ধে নতুন চাল চালতেও সুবিধা হবে পুতিনের।