নিজস্ব প্রতিনিধি, কলকাতা – কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালি ব্যানার্জীর বিরুদ্ধে এবার মানসিক নির্যাতনের অভিযোগ উঠল। অভিযোগ তুলেছেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের সিনিয়র অফিসার রুমনা খাতুন। এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে কলকাতা পুরসভার অন্দরে।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতের মিল হচ্ছিল না মেয়রের ওএসডি কালি ব্যানার্জির। এরপরেই সংশ্লিষ্ট অফিসার রুমানা খাতুন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করে কালী ব্যানার্জীর বিরুদ্ধে অভিযোগ করেন বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে।
এদিন টাউন হলে কলকাতা পুরসভার একটি অনুষ্ঠানে সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিষয়টি কলকাতা পুরসভার অভ্যন্তরীণ ব্যাপার। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।
ওএসডির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বলেন কলকাতা পুরসভার সমস্ত রীতিনীতি এবং নিয়ম মেনেই সমস্ত কিছু করা হয়। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। মেয়র ফিরহাদ হাকিম অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি”।