নিজস্ব প্রতিনিধি , কলকাতা – সাত সকালে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটলো খাস কলকাতার বুকে। কলকাতার কড়েয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ভিক্ষুককে সাহায্য করতে গিয়ে ছিনতাই। হঠাৎই হামলা করেন দুষ্কৃতীরা। যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে।
রবিবার সকাল ৯ টা নাগাদ কলকাতার কড়েয়া থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী গার্ডেন রিচের বাসিন্দা চন্দন ছাউ জানিয়েছেন কড়েয়া থানা এলাকার ৪ নম্বর ব্রিজের ওপর দিয়ে যাবার সময় এক ভিক্ষুককে সাহায্য করতে দাড়িয়েছিলেন তিনি। তখনই হঠাৎ দুজন দুষ্কৃতী এসে তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে পালায়।
ইতিমধ্যেই অভিযোগকারী ব্যক্তি কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে স্থানীয়রা যুবককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল হাসপাতালে ভর্তি করে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। রাস্তার পাশে লাগানোর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।