23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মঞ্চেই ঘাড় ধাক্কা , চূড়ান্ত অপমানের শিকার কৃতি শ্যানন

    নিজস্ব প্রতিনিধি , মুম্বই – গত ২৪শে আগস্ট ২০২৩ সালে ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রক। ‘মিমি’ ছবির জন্য সেরার সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন কৃতি শ্যানন। মিমি ছবিতে তার অভিনয়ের দক্ষতা আরও জনপ্রিয়তা লাভ করেছে। তারপর থেকেই বেশ চর্চায় আছেন অভিনেত্রী। কিন্তু বলিউডের কোনো প্রভাবশালী পরিবারের মেয়ে নন কৃতি। মধ্যবিত্ত পরিবার থেকে বলিউডে এসেছেন তিনি। তবে ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে।

    কিছু দিন আগে তার ক্যারিয়ার শুরুর এক বাজে অভিজ্ঞতা শেয়ার করছিলেন। প্রথমদিকে এই গ্ল্যামার দুনিয়ার কিছু ব্যাপারেই তার কোনো ধারণা ছিলনা। জীবনের প্রথম র‌্যাম্প শো-তে খারাপ অভিজ্ঞতা হয়েছিল। সঙ্গে থাকা বাকি ৫০ জন মডেলের সামনে কোরিওগ্রাফার তাকে তিরস্কার করেছিলেন।

    কৃতির কথা অনুযায়ী,” আমার প্রথম র‌্যাম্প শো, যিনি কোরিওগ্রাফার ছিলেন, তিনি আমার সঙ্গে খুবই অভদ্র আচরণ করেছিলেন। কারণ আমি কোরিওগ্রাফিতে একটু গণ্ডোগোল পাকিয়ে ফেলেছিলাম। একটা বাগানবাড়িতে ওই র‌্যাম্প শো হচ্ছিল। আর আমার জুতোর হিল ঘাসের মধ্যে আটকে যাচ্ছিল। ওটা ছিল আমার প্রথম র‌্যাম্প শো। ভয়ানক খারাপ ব্যবহার করা হয় আমার সঙ্গে। বাকি ৫০জন মডেলের সামনে অপমান করা হয়। আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলাম, তবে কেউ আমার উপর চিৎকার করলে আমি কেঁদে ফেলি। আমি তাঁর সঙ্গে পরে আর কখনও কাজ করিনি”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img