23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ওই লোডশেডিংয়ে জেতা নেতার বুকের পাটা থাকলে বলুক যে ওরা বাংলা ভাগ চায় , শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণালের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গতকাল বিধানসভায় বিজেপি সাংসদ হিসাবে শপথ নেওয়ার পরেই পৃথক রাজ্যের দাবি করেন অনন্ত মহারাজ। আর তার সেই দাবিকে বিজেপির চক্রান্ত বলে মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি তিনি যাদবপুর কাণ্ড এবং শুভেন্দু অধিকারীকে নিয়েও একাধিক মন্তব্য করেন এদিন।

    অনন্ত মহারাজের মন্তব্য প্রসঙ্গে এদিন কুণাল ঘোষ জানিয়েছেন,’আমরা এরকম বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করছি। বিজেপির চক্রান্ত। এটাই বিজেপি করতে চায়। যেখানে আমরা পরিষ্কারভাবে বলতে চাই একেবারে পাহাড় থেকে সাগর এক এবং অটুট বাংলা। তৃণমূল কংগ্রেস কাজ করছে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজ করছেন তাতে বাংলার মানুষ খুশি হয়ে দুহাত ভরে পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। বিজেপি বাংলাকে ভাঙতে চায়। বাংলার মানুষ এদের প্রত্যাখ্যান করবেন।’

    এরপরেই তিনি শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষকে কটাক্ষ করে জানিয়েছেন,’বিচিত্র সংলাপের তানপাড়া ওই দিলীপ ঘোষ। আর লোডশেডিংয়ে জেতা শুভেন্দু অধিকারী যদি বুকের পাটা থাকে বলুক না যে তারা বাংলাকে ভাঙতে চান। ওরা মুখে কথা বলে আর তৃণমূল কাজে কথা বলে। এটা বৃহৎ ষড়যন্ত্র এখানে একাধিক কেন্দ্রীয় এজেন্সিকে সংযুক্ত করা হয়েছে।’

    এদিন শুভেন্দু অধিকারী বলেন র‍্যাগিংকে সমর্থন করছেন শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘শুভেন্দু অধিকারী বাংলাটাও বুঝতে পারেন না। কে সমর্থন করেছে আর কে তীব্র বিরোধিতা করেছেন তিনি সেটা বুঝতে পারবেন না। অথবা কাল্পনিক সমস্ত সংলাপ ভেবে কথা বলেন। আমরা পরিষ্কার বলছি যাদবপুর ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় ন্যায় বিচার হবে তদন্ত হবে। এখানে বসবাসকারী সিপিএম এসব করছে।’

    মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ইমামদের ভাতা বাড়িয়েছেন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সমস্ত ধর্মকে তিনি সমান চোখে দেখেন এবং শ্রদ্ধা করেন। ধর্ম যার যার উৎসব সবার। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন তা বাংলায় খুব স্পষ্ট ভাবে দিয়েছেন। সুতরাং সেখানে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম বা কংগ্রেস মুখের উপর জবাব পেয়ে গেছে। ধর্মনিরপেক্ষতার রাজনীতির উপরেই তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে।’

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img