23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দীর্ঘ প্রতীক্ষার অবসান , আদালতে বিরাট জয় পেলেন কুণাল ঘোষ

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – হাইকোর্ট থেকে বিদেশ যাত্রার অনুমতি পেলেন কুণাল ঘোষ। বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এদিন এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। তবে এদিন বিদেশ যাত্রার অনুমতির পাশাপাশি ৫ লক্ষ টাকার বন্ডে সই করতে দহবে কুণালকে। তার সঙ্গে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাকে তার পাসপোর্ট ফেরত দিতে হবে।

    সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। মামলার তদন্ত সিবিআই নেওয়ার পর বেশকিছু দিন জেলবন্দি ছিলেন কুণাল। শেষপর্যন্ত ২০১৬ সালে জামিন পান। জামিনের শর্ত হিসেবে তার বিদেশযাত্রায় বিধিনিষেধ রয়েছে। আর এদিকে সেপ্টেম্বরে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই সফরে সামিল হতে চেয়ে আদালতের অনুমতি চেয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

    আর সেই প্রসঙ্গেই আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুণাল ঘোষ। কিন্তু কুণালের বিদেশ সফরে আপত্তি জানিয়েছিল সিবিআই।

    সেই প্রসঙ্গে এদিন বিচারপতি বলেন, কুণাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তার বিদেশ যাত্রা আটকানো যায় না। বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এরপরই পাঁচ লক্ষ টাকার বন্ডে তৃণমূলের মুখপাত্রের বিদেশ সফর মঞ্জুর করেন বিচারপতি। ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরে পাসপোর্ট জমা দিতে হবে কুণালকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img